প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১৫:৪১
অধ্যক্ষ ডা. মোজাম্মেল হকের মাতৃবিয়োগ
আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজ গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক পাটওয়ারীর মা ও চাঁদপুর জেলার একমাত্র হোমিও পরিবারের কর্ণধার মরহুম আলহাজ্ব ডা. সামছল হক পাটওয়ারী সাহেবের সহধর্মিণী মোসা. জাহানারা বেগম শনিবার (২৯ মার্চ ২০২৫) বিকেল ৪টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে, বহু নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাত ১০টায় জানাজার পূর্ব মুহূর্তে মরহুমার বড়ো ছেলে অধ্যাপক ডা. মোজাম্মেল হক সাহেব উপস্থিত সবার কাছে মায়ের জন্যে দোয়া চেয়েছেন এবং জানাজা শেষে তাঁর স্বামীর বাড়ি হাজীগঞ্জের সৈয়দপুর গ্রামের পাটওয়ারী পরিবারের কবরস্থানে তাঁকে স্বামীর পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুমা মোসা. জাহানারা বেগমের স্বামী আলহাজ্ব সামছল হক পাটওয়ারী নিজে প্রথিতযশা হোমিও চিকিৎসক শুধু ছিলেন না, তাঁর সকল পুত্র, এক কন্যা, নাতি-নাতনি মিলে ৯জন হোমিওশাস্ত্রে লেখাপড়া করে হোমিও চিকিৎসা করে নিজ নিজ অবস্থানে প্রভূত খ্যাতি অর্জন করেছেন। ডা. মোজাম্মেল হক পাটওয়ারী তাঁর বড়ো সন্তান। তিনি মতলব ও চাঁদপুরে, মেজো ছেলে ডা. মমিনুল হক পাটওয়ারী হাজীগঞ্জ ও রহিমানগরে, তৃতীয় ছেলে ডা. সাহিদুল হক পাটওয়ারী চাঁদপুরের বাবুরহাটে, চতুর্থ ছেলে ডা. এনামুল হক পাটওয়ারী ঢাকার উত্তরায় এবং ছোট ছেলে ডা. একরামুল হক পাটওয়ারী হাজীগঞ্জ ও মতলব উত্তরে হোমিও চিকিৎসা করে প্রভূত খ্যাতি অর্জন করেছেন। স্বামীর সাহচর্যে থেকে মোসা. জাহানারা বেগমও হোমিও চিকিৎসা রপ্ত করেন এবং পাড়া-পড়শি, আত্মীয়স্বজনকে বার্ধক্যজনিত সমস্যায় আক্রান্ত হবার পূর্ব পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন।
বিভিন্ন মহলের শোক
মোসা. জাহানারা বেগমের মৃত্যুতে দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের পক্ষে প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার ও প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং ইউনানী তিব্বিয়া কলেজ, চাঁদপুর-এর অধ্যক্ষ হাকীম শাহেদ হোসেন পাটওয়ারী সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও গভর্নিং বডির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন, মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
ঈদের দিন কুলখানি
মোসা. জাহানারা বেগমের কুলখানি পবিত্র ঈদুল ফিতরের দিন বাদ জোহর সৈয়দপুর পাটওয়ারী বাড়িতে অনুষ্ঠিত হবে। পাড়া-পড়শী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।