প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ২৩:৫৮
রূপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর ইফতার মাহফিল

রূপসার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য, খান বাহাদুর নাছির উদ্দিন আহমেদ চৌধুরী সাহেব ওয়াকফ এস্টেট, তহুরুন নেছা চৌধুরানী সাহেবা ওয়াকফ এস্টেট ও সৈয়দ আব্দুল লতিফ চৌধুরী সাহেব ওয়াকফ এস্টেট- এর মোতওয়াল্লী সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মার্চ ২০২৫) রূপসা জমিদার বাড়ি প্রাঙ্গণে সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও মশিউর রহমান মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল মো. আহসান উল্লাহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, ফারুক আহমেদ খান, মাসুদ আলম প্রমুখ।