প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১২:৩২
আদর্শ স্কুল মতলব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া

আদর্শ স্কুল মতলব অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন)-এর আয়োজনে গত শুক্রবার (২৮ মার্চ ২০২৫) স্কুলের মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অর্ধশত পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আদর্শ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকিরের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী বদিউল আলম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আবু সালেহ আহম্মেদ, সহকারী শিক্ষক দেওয়ান কবির হোসেন, মো. মোজাম্মেল হক, মাহবুবুর রহমান, মো. নুরুজ্জামান, মো. বোরহান উদ্দিন, মো. শাহীন, প্রাক্তন শিক্ষার্থী, মো. মাহবুবুর রহমান, আবু বকর সিদ্দিক রোমান, মো. নাছির, আ. ছাত্তার, মো. তামিম হোসেন প্রমুখ। ইফতার ও দোয়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী সহকারী প্রধান শিক্ষক আবু সালেহ আহম্মেদ। পরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দেশবাসীর জন্যে দোয়া এবং মোনাজাত করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।