প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১৮:৩০
যৌথ বাহিনীর অভিযান
মতলবে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরে যৌথ বাহিনী কর্তৃক দক্ষিণ মতলব উপজেলায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। রোববার (৩০ মার্চ ২০২৫) তারিখে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং দক্ষিণ মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মতলব উপজেলার আদরা এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আবু সাঈদ (৩৮) এবং সাইফুল ইসলাম (২৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ৫৬৪ পিচ ইয়াবা, ৮টি বিদেশী মদের বোতল, ১০০ গ্রাম গাঁজা, ৫ প্যাকেট ফুয়েল পেপার, ১টি চাকু, ১টি গোপন ক্যামেরা, ১টি মোবাইল ফোন এবং ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।