প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০০:০২
কুমিল্লা মহেশাঙ্গনে শ্রীশ্রী রামনবমী পূজা ৬ এপ্রিল

রঘুনন্দন ভগবান শ্রীরাম চন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আসছে ৬ এপ্রিল রোববার কুমিল্লা মহেশাঙ্গনে রামনবমী উদযাপন পরিষদ কুমিল্লার আয়োজনে শ্রীশ্রী রামনবমী পূজা অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন রামনবমী উদযাপন পরিষদ কুমিল্লা-এর সভাপতি শ্রী কিশোর চন্দ্র দাস।
|আরো খবর
এ উপলক্ষে রোববার সকাল ৯টা হতে যথাক্রমে ভগবান শ্রীরামের অভিষেক, পূজার্চনা আরম্ভ, শান্তিযজ্ঞ, রামস্তুতি পাঠ, রাম লীলা শেষে দুপুর বেলা অনুষ্ঠানে আগত পুণ্যার্থী ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি, প্রদীপ প্রজ্জ্বলন, গুণীজন সম্মাননা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ।
এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল সনাতনীর উপস্থিতি, সহযোগিতা ও সহানুভূতি একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।