বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ২১:০১

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৪৪ হাজার টাকা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ভ্রাম্যমাণ দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৪৪ হাজার টাকা

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ একাধিক দোকান ও মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও জন-উপদ্রপ সৃষ্টির কারণে ৮ জন ব্যবসায়ীকে পৃথক হারে এ জরিমানাা আরোপ ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

রোববার (৩০ মার্চ ২০২৫ ) দুপুরে যৌথ বাহিনীর সহযোগিতায় হাজীগঞ্জ বাজারের ফুটপাত দখল করে ব্যবসা করা, মাংসে ওজনে কম আর বেশি দামে বিক্রির কারণে মোট ৮ ব্যবসায়ীকে জরিমানার আওতায় আনা হয়।

আদালত সূত্র জানায়, এদিন দুপুরে হাজীগঞ্জ বাজারে নিত্য দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় পৌর হকার্স মার্কেটের তিনজন মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ফুটপাত ও সড়ক দখল করে জন-উপদ্রপ সৃষ্টির কারণে ৫ জন ব্যবসায়ীকে ৫টি মামলায় পৃথক হারে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, সহকারী প্রকৌশলী মো. মাহবুবর রশিদ, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা। অভিযান চলাকালে সেনাবাহিনী ও আনসার-ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়