বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শ্রীনগর কাঁপছে
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ২০:১৪

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে নতুন দালানে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সাকিব নামে (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর সোমবার দুপুরে রামপুর ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ সাকিব ওই গ্রামের শাহ আলম ও শাহনাজ বেগম দম্পতির ছেলে।রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটোয়ারী জানান, দক্ষিণ রামপুর গ্রামের রিপন পাটোয়ারীর নির্মাণাধীন নতুন দালানের দোতলার বাইরের দেয়ালে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মোঃ সাকিব। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।চেয়ারম্যান আরও জানান, দুর্ঘটনার শিকার মোঃ সাকিবের বাবা শাহ আলম চট্টগ্রামে কাঠমিস্ত্রির কাজ করেন। রামপুর আদর্শ আলিম মাদ্রাসা থেকে বিগত ২০২১ সালে দাখিল পাস করেন মোঃ সাকিব। তারপর দরিদ্র বাবা মায়ের মুখে হাসি ফোটাতে রংমিস্ত্রির কাজ বেছে নেন এই যুবক।

এদিকে হঠাৎ করে ছেলের এমন মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন মা শাহনাজ বেগম। তিনি জানান, তার এক মেয়ে ও এক ছেলে। তার মধ্যে মোঃ সাকিব বড়।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সূত্র : সময় টিভি অনলাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়