সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর পৌরসভার সুবিধা বঞ্চিত এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র জিল্লুর রহমান জুয়েল

‘এই প্রথম আমরা পৌরসভার সুযোগ সুবিধা পেতে যাচ্ছি’

‘এই প্রথম আমরা পৌরসভার সুযোগ সুবিধা পেতে যাচ্ছি’
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি গতকাল রোববার দুপুরে ৯নং ওয়ার্ডের প্রফেসর পাড়া মিজি বাড়ি এলাকায় গিয়ে সে এলাকায় নির্মাণাধীন ড্রেনেজ কাজ পরিদর্শন করেন। এছাড়া একই ওয়ার্ডের পশ্চিম বিষ্ণুদী বেপারী বাড়ি এলাকার রাস্তা ও ড্রেনেজ সমস্যা মেয়র সরজমিনে দেখেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মেয়র জিল্লুর রহমান জুয়েল গতকাল দুপুরে পৌর ৯নং ওয়ার্ডস্থ পশ্চিম বিষ্ণুদী বেপারী বাড়ি নিবাসী মরহুম স্বপন বেপারীর জানাজার নামাজে যান। নামাজ শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মেয়রের সাথে এলাকার কিছু সমস্যা নিয়ে কথা বলেন। সমস্যার মধ্যে প্রধানতম হচ্ছে ভেতরে পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকা এবং পাকা রাস্তা না থাকা। এলাকাবাসী জানায়, বর্ষার সময় পুরো এলাকায় হাঁটু সমান পানি থাকে। চলাচল করতে খুব কষ্ট হয়। বৃষ্টি এবং বর্ষার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। মেয়র পুরো এলাকা ঘুরে দেখেন, এলাকাবাসীর সাথে কথা বলেন।

এ সময় তিনি বলেন, রাস্তা করার আগে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। ড্রেন না করলে রাস্তা টিকবে না। ড্রেন করা কিছুটা ব্যয়বহুল। এটা বরাদ্দ ছাড়া সম্ভব না। রাস্তা এখনো করে দিতে পারি। কিন্তু ড্রেন করা ছাড়া রাস্তা করলে কোনো কাজে আসবে না। তাই আপনাদের আরো কিছুদিন কষ্ট করতে হবে। আগামী বর্ষার আগে ইনশাআল্লাহ ড্রেন এবং রাস্তা করে দিবো। তিনি আরো জানান, স্বর্ণখোলা রোডটি বাস টার্মিনাল থেকে পশ্চিম দিকে যে বের হয়েছে, সে রোড এবং এই রোডে ড্রেনেজ কাজটি হয়ে গেলে বেপারী বাড়ির ড্রেনেজ কাজটি সহজ হবে।

এ এলাকা পরিদর্শন শেষে মেয়র চলে যান প্রফেসর পাড়া মিজি বাড়ি এলাকায়। সেখানে ভেতরে ড্রেনেজ কাজ চলছিল। চলমান কাজ দেখতে আসলেন মেয়র জিল্লুর রহমান জুয়েল। কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় এলাকাবাসী জানায়, আমরা পৌরসভার বাসিন্দা। অথচ আমাদের এ এলাকাটি দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত অবস্থায় রয়েছে। ভেতরে পৌরসভার সাপ্লাইয়ের সুপেয় পানির ব্যবস্থা ছিল না। ছিল না পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। এই প্রথম আমাদের মহল্লার ভেতরে ড্রেনেজ ব্যবস্থা করা হলো এবং ড্রেন করার আগে পানির লাইনও বসানো হয়েছে। পৌরসভার মধ্যে হয়েও এ এলাকাটি এতোটাই অনুন্নত ছিল যা বলার মতো না। বর্তমান মেয়র জিল্লুর রহমান জুয়েল মহোদয় আমাদের এলাকার দিকে যে নজর দিয়েছেন, সে জন্যে তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের প্রত্যাশা- বর্তমান মেয়রের সময় পর্যায়ক্রমে এলাকার সকল সমস্যার সমাধান হবে।

মেয়র জিল্লুর রহমান জুয়েল এ সময় বলেন, আমি এসব উন্নয়ন কাজ পৌরসভার নিজস্ব ফান্ড থেকে করছি। পৌরসভার অনুন্নত যে সব এলাকা রয়েছে, সেসব এলাকায় আমি এ পর্যন্ত পানির লাইন, রাস্তা, ড্রেনসহ প্রায় ১৬ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। যা বিগত কোনো পরিষদের সময় নিজস্ব ফান্ড থেকে এতো টাকার কাজ করা হয় নি।

মেয়রের এসব এলাকা পরিদর্শনকালে সাথে ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চান মিয়া মাঝি, এলাকার মুরুব্বি সিরাজুল ইসলাম সিরু মিজিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়