শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২১:২৮

হার্ডলাইনে চাঁদপুর পৌরসভা : বিপণীবাগ বাজারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোলাম মোস্তফা ॥
হার্ডলাইনে চাঁদপুর পৌরসভা : বিপণীবাগ বাজারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারে উচ্ছেদ অভিযান।

চাঁদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও যানজটমুক্ত রাখতে চাঁদপুর পৌরসভার উদ্যোগে শহরের বিপণীবাগ বাজারের অর্ধশত অবৈধ ব্যবসা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল ১২ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিপণীবাগ বাজারে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে অবৈধ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার বলেন, চাঁদপুর পৌরসভা প্রশাসকের নির্দেশে অবৈধ স্থাপনা স্ব স্ব উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে শহরে মাইকিং করেছি। এরপর আজ উচ্ছেদ অভিযান শুরু করেছি। ফলে যারা অবৈধ স্থাপনা সরায়নি তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা বিপণীবাগ বাজার থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছি। পুরো শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং যানজটমুক্ত করতে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি সড়কের ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। আশা করি, আমাদের উচ্ছেদ অভিযানের মাধ্যমে শহরে শৃঙ্খলা ফিরবে এবং যানজটমুক্ত হবে। তাই জনস্বার্থে আমাদের এই উদ্যোগে পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।

উচ্ছেদ অভিযান বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুর শহরের অতীত ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে যানজটমুক্ত শহর গড়তে আমাদের এ উদ্যোগ। আমার দৃঢ় বিশ্বাস শহরবাসী এ বিষয়ে সহযোগিতার হাত বাড়াবে। বিপণীবাগ বাজার থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হলো। পুরো শহরে এ অভিযান চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়