শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২১:৩৫

চাঁদপুর-লাকসাম রেলপথের স্টেশন ভবনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন

ট্রেন যাত্রীদের সেবাসহ অন্য সকল কাজে গুরুত্ব দেওয়া হবে : এ.ই.এন. নাজমুল হাসান

অনলাইন ডেস্ক
ট্রেন যাত্রীদের সেবাসহ অন্য সকল কাজে গুরুত্ব দেওয়া হবে : এ.ই.এন. নাজমুল হাসান
চাঁদপুর-লাকসাম রেলপথ পরিদর্শনরত এইএন নাজমুল হাসান

বুধবার রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি টিম চাঁদপুর-লাকসাম রেলপথ, স্টেশন ভবন, ব্রীজ, কালভার্টসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছে। পরিদর্শনের প্রধান দায়িত্বে ছিলেন বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা কার্যালয়ে নূতনভাবে যোগদানকৃত ঊর্ধ্বতন কর্মকর্তা (সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী) মোঃ নাজমুল হাসান। এ সময় তাঁর সাথে ছিলেন সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (পথ)- লাকসাম লিয়াকত আলী মজুমদার ও সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত)- লাকসাম মোঃ শহিদুল্লাহ। তিনি চট্টগ্রাম-ঢাকা রেলপথের আখাউড়া, কুমিল্লা, লাকসাম, নোয়াখালী, লাকসাম হতে চাঁদপুর পর্যন্ত সকল স্থানে রেলওয়ের সকল স্থাপনা পরিদর্শন করেন।

চাঁদপুর-লাকসাম রেলপথের ১১টি স্টেশন ভবন, ৫৪ কিলোমিটার রেলপথ, সকল ব্রীজ, কালভার্ট পরিদর্শনসহ দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারীদের সঠিকভাবে তাদের দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পরে চাঁদপুর রেলওয়ে অফিসার্স রেস্ট হাউজে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জনাব নাজমুল হাসান বলেন, এ পথে যাত্রী সেবাসহ সকল কাজে গুরুত্ব দেওয়া হবে।চাঁদপুর-লাকসাম রেলপথসহ আমার ওপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করে যাবো। এ পথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতের চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়