প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:৩২
নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন ৫ যাত্রী
নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরলেন ৫ মাইক্রোবাস যাত্রী। গতকাল রোববার দুপুরে হাজীগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জের কাঁঠালি নামক এলাকায় ঢাকাগামী আল-আরাফাহ্ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এমন ঘটনা ঘটে। এতে করে মাইক্রোবাসটির ইঞ্জিনসহ ব্যাপক ক্ষতি হয় আর বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত উভয় গাড়ি হাজীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে যে দেখেছে সে নিশ্চিত করে বলেছে এই গাড়ির একজনও বেঁচে নেই।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে রামগঞ্জগামী একটি মাইক্রোবাস একই পরিবারের নারী-পুরুষ-শিশুসহ বেশ ক’জন নিয়ে গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জের কাঁঠালি এলাকায় পৌঁছলে ঢাকাগামী আল-আলাফাহ্ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মাইক্রোবাসটির ব্যাপক ক্ষতি হয়ে সড়কের এক পাশে কাত হয়ে আটকে যায় ও যাত্রীবাহী বাসটি সড়কের অপর পাশে নরম মাটির সাথে আটকে যায়।
দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা মাইক্রোবাসের সকল যাত্রীকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লা পাঠানো হয়। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
মাইক্রোবাস যাত্রী আহতরা হলেন : রামগঞ্জ উপজেলার চন্দ্রীপুর গ্রামের হায়দার আলীর ছেলে মোঃ ইব্রাহিম, তার স্ত্রী সুমাইয়া বেগম (২৮), তাদের সন্তান সাফি (৫), মুয়াজ (১০) ও গৌরিপুরের ছালামত উল্যাহর ছেলে দিদার হোসেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠাই। তারা স্থানীয়দের সহায়তায় আহতদেরকে হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস আমাদের হেফাজতে রয়েছে।