প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১৬:০৯
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পিকআপ চালকের

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পিকআপ চালক মেহেদী হাসানের। শুক্রবার ভোর সাড়ে ৫টায় কচুয়া-গৌরিপুর সড়কের চেলাকান্দা ব্রীজের কাছে ঢাকা থেকে হাজীগঞ্জগামী ফলবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে পিকআপ চালক মেহেদী হাসান (২৮) মারা যান।
মেহেদী হাসান হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রামের আবুল কালামের ছেলে । সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মেহেদীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।