প্রকাশ : ২০ জুন ২০২১, ১০:৩৯
মোলহেড সংরক্ষণে জরুরি কাজের ব্লক ও বালুভর্তি ব্যাগ ফেলা হচ্ছে
বর্ষার শুরুতেই ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে চাঁদপুর শহর রক্ষা বাঁধের মোলহেড। এই স্থানের তিনদিকে মেঘনা নদীর গভীরতা অনেক বেশি হওয়ায় ২০ মিটার এলাকার ব্লক তলিয়ে গেছে। সেই জায়গাসহ মোলহেডের ঝুঁকিপূর্ণ পয়েন্ট সংরক্ষণে এখন জরুরিভিত্তিতে ব্লক ও বালুভর্তি জিওব্যাগ ফেলছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড। গত ক’দিনে বাঁধের ভাঙ্গন রক্ষায় প্রায় ২৭ হাজার ব্লক এবং ১০ হাজার বালুভর্তি বস্তা ফেলা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম জানিয়েছেন। ছবিতে সিসি ব্লক ফেলার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।