বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মোলহেডে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো প্রথম আলো

অনলাইন ডেস্ক
মোলহেডে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো প্রথম আলো

আকাশে চলছিল মেঘ আর রোদের লুকোচুরি। এর মধ্যে চাঁদপুরে শহরের বড়স্টেশন মোলহেডে সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বাসে মাতে সর্বশেষ এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে চাঁদপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো।

সকাল ১০টায় শুরু হয় অনুষ্ঠান। তবে শিক্ষার্থীদের অনেকে আগেভাগেই চলে আসে। অনুষ্ঠানে ৬০০ শিক্ষার্থী অংশ নেয় । আমন্ত্রণপত্র দেখিয়ে প্রবেশ পাস সংগ্রহ করে তারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। শিক্ষার্থীদের কেউ এসেছে মা-বাবার সঙ্গে, কেউ আবার ভাই-বোনকে নিয়ে। অনুষ্ঠানস্থল যেন মিলনমেলায় পরিণত হয়। স্মৃতি ধরে রাখতে অনেকে তোলে ছবি; কেউবা তুলেছে সেলফি। এর আগে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও স্ন্যাকসের বক্স তুলে দেন বন্ধুসভার সদস্যরা।

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে দেশের ৬৪টি জেলায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতায় আছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকাণ্ডগ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চাঁদপুর বন্ধুসভার সভাপতি রিফাত কান্তি সেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি সম্মাননা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লিখিত ও স্বাগত বক্তব্য পড়ে শোনান।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নূর খান ও মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।

নূর খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরাই এ দেশের মূল শক্তি। মেধাবী শিক্ষার্থীরা সমাজকে আলোকিত করে তুলেছে। তার জন্যে আমরা গর্বিত। তোমাদের মা-বাবা, পরিবার গর্বিত। তোমাদের প্রতিষ্ঠান গর্বিত। আজকে সবাই তোমাদের সম্মানিত করছে। প্রথম আলো তার বড় প্রমাণ। যেভাবে তোমরা এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছ, সেভাবে বাকি জীবনেও সব ক্ষেত্রে তোমরা আরও ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে।’

পরে প্রথম আলোর পক্ষ থেকে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যার বিরুদ্ধে শপথ পাঠ করান প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল। কৃতী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে মোঃ মাহিদুল হাসান ও সাদিয়া আফরিন। অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক ও অনুপ্রেরণামূলক গান গেয়ে শোনান ঢাকার শিল্পী অয়ন চাকলাদার, কুমিল্লার শিল্পী জ্যোতি, চাঁদপুরের শিল্পী রুবাইয়া ও রাজীব। কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী মেহেরুন নেছা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়