প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১
পিনাকী ভট্টাচার্যের নীরবতা: দ্বৈতনীতি ও বাস্তবতা – শিক্ষক সমাজের আহ্বান

পিনাকী ভট্টাচার্যের নীরবতা: দ্বৈতনীতি ও বাস্তবতা – শিক্ষক সমাজের আহ্বান
পিনাকী ভট্টাচার্য একজন প্রখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত বক্তব্য রাখেন। তিনি একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে মুক্ত চিন্তার ধারক হিসেবে পরিচিত। তবে, তার চিন্তার স্বাধীনতা কি শুধুমাত্র রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করতেই সীমাবদ্ধ?
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এবং বিশেষ করে বেসরকারি শিক্ষকদের প্রতি রাষ্ট্রের বৈষম্য, অবসর সুবিধার সমস্যা এবং শিক্ষকদের প্রতি দমন-পীড়নের বিষয়টি আজকের দিনের বড় সামাজিক সংকট হয়ে দাঁড়িয়েছে। অথচ, পিনাকী ভট্টাচার্য এই গুরুতর বিষয়গুলোর প্রতি কখনও জোরালো অবস্থান নেননি, যা তার অবস্থানের দ্বৈতনীতির পরিচায়ক। যদিও তিনি ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, শাহবাগ আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, এবং সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের মতো ইস্যুগুলো নিয়ে সরব ছিলেন, কিন্তু শিক্ষকদের প্রতি রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে তার অবস্থান ছিল নীরব।
পিনাকী ভট্টাচার্য যদি সত্যিই ন্যায়বিচার ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে চান, তবে তাকে এখনই শিক্ষকদের ওপর চলমান বৈষম্য, দমন-পীড়ন এবং অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার প্রয়োজন ছিল। তিনি যদি কোনো ন্যায়বিচারের কথা বলেন, তা কেবল তখনই বিশ্বাসযোগ্য হবে, যখন তিনি শিক্ষক সমাজের প্রতি চলমান অবিচারের বিরুদ্ধে কণ্ঠ তুলবেন।
বর্তমানে শিক্ষক সমাজ রাষ্ট্রীয় অবহেলা ও বৈষম্যের শিকার। তাদের অধিকারের কথা বারবার উঠলেও, সেসব নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষকরা সমাজের প্রাথমিক নির্মাতা, তাদের প্রতি বৈষম্য চলতে থাকা কোনোভাবেই কাম্য নয়। আর এই বাস্তবতা আমাদের সকলের কাছে সুস্পষ্ট।
এখন সময় এসেছে, যখন পিনাকী ভট্টাচার্যকে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে, তাদের মর্যাদা এবং ন্যায্য অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে। শিক্ষক সমাজের প্রতি চলমান বৈষম্য, অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে তার কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই মুহূর্তে, পিনাকী ভট্টাচার্য যদি সত্যিকার অর্থে সমাজের জন্য কাজ করতে চান, তবে তাকে তার বক্তব্যের পরিধি বাড়িয়ে, শিক্ষক সমাজের বিরুদ্ধে চলমান অবিচারের বিরুদ্ধে সরব হতে হবে। একমাত্র তবেই তার নির্ভীক কণ্ঠ সত্যিকার অর্থে সমাজের ন্যায়বিচারের জন্য কাজ করবে।
এটা সময়ের দাবি, পিনাকী ভট্টাচার্য!
শিক্ষকদের অধিকার রক্ষায় এবং তাদের বিরুদ্ধে চলমান বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে আপনার কণ্ঠ তুলে ধরুন।
লেখক: মো. জাকির হোসেন, রাজনীতিবিদ ও শিক্ষক নেতা।
ডিসিকে/এমজেডএইচ