শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:৪১

আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন

ফরিদগঞ্জে ১৩ ইউনিয়নে ৫৮০ জনের মনোনয়নপত্র জমা ॥ চেয়ারম্যান পদে ১২৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে ১৩ ইউনিয়নে ৫৮০ জনের মনোনয়নপত্র জমা ॥ চেয়ারম্যান পদে ১২৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদান চলছে। আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। গতকাল ৮ ডিসেম্বর বুধবার পর্যন্ত মোট ৫৮০জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত আসনে ১০৭জন এবং সাধারণ আসনে ৪৩৫ জন সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে চেয়ারম্যান পদে এ পর্যন্ত ১২৩জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আশা করা যাচ্ছে এদের অধিকাংশই আজ বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র জমা দিবেন।

ইউনিয়ন পর্যায়ে বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ১জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন আনিছুজামান। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬জন। এছাড়া সংরক্ষিত আসনের ৭জন এবং সাধারণ আসনে ৩০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদ, মোঃ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়ন ও মাসুম বিল্লাহ। ওই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭জন। এছাড়া সংরক্ষিত আসনে ১১জন এবং সাধারণ আসনে ৩১জন মনোনয়নপত্র জমা দেন।

সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৪জন যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হক মিয়াজী, কবির আহমেদ, হোসেন কাজী ও সাবেক ইউপি চেয়ারম্যন মোঃ হানিফ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পর্যন্ত মোট ১২জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সংরক্ষিত আসনের ১০জন এবং সাধারণ আসনে ২৬জন মনোনয়নপত্র জমা দেন।

সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৩জন যথাক্রমে বর্তমান চেয়ারম্যান মহসীন হোসেন, শফিক বেপারী ও ছিদ্দিক মিজি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পর্যন্ত ১১জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সংরক্ষিত আসনের ৯ জন এবং সাধারণ আসনের ৩৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন যথাক্রমে মোঃ শাহজাহান পাটওয়ারী, সাইমুন ও কবির আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১জন। এছাড়া সংরক্ষিত আসনের ৬ জন এবং সাধারণ আসনের ৩৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৪জন যথাক্রমে শাহাজাহান মোল্লা, মাসুদ রানা, মোঃ আব্বাস ও বুলবুল আহমেদ মনোনয়নপত্র জমা দেন। এই পর্যন্ত ৭জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সংরক্ষিত আসনের ৯জন এবং সাধারণ আসনের ৩২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৬জন যথাক্রমে ইব্রাহিম শেখ, বশির উল্যা, সাইফুল ইসলাম, তোফায়েল আহমেদ, আবু তাহের পাটওয়ারী ও মহসীন হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত ১৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সংরক্ষিত আসনের ৭ জন এবং সাধারণ আসনের ৪১জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ১জন তথা শাহআলম গাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০জন। এছাড়া সংরক্ষিত আসনের ৯ জন এবং সাধারণ আসনের ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ২ জন যথাক্রমে এসএম হাবিবুর রহমান ও এমরান হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত ৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সংরক্ষিত আসনের ৬ জন এবং সাধারণ আসনে ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন যথাক্রমে বিল্লাল হোসেন, বর্তমান চেয়াম্যান বাছির আহমেদ ও মামনুর রশিদ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পর্যন্ত ১৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সংরক্ষিত আসনের ১৩জন এবং সাধারণ আসনের ৩৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ১ জন তথা মোঃ শাহাজাহান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পর্যন্ত ৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সংরক্ষিত আসনের ৪জন এবং সাধারণ আসনের ৩০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ২ জন যথাক্রমে নজরুল ইসলাম ও মোঃ কামাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮জন। এছাড়া সংরক্ষিত আসনের ৭ জন এবং সাধারণ আসনের ৩০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রূপসা দক্ষিণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৪জন যথাক্রমে ওয়াহিদুর রহমান, মোঃ শাহআলম, আঃ কাদের খোকন ও ইউছুফ পাটওয়ারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৯জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সংরক্ষিত আসনের ৯ জন ও সাধারণ আসনের ৪০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়