প্রকাশ : ১৮ জুন ২০২১, ১১:৫৩
১০ লক্ষাধিক টাকার ক্ষতি
মতলব উত্তরে দুর্বৃত্তের আগুনে মুদি দোকান পুড়ে ছাই
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া (জোড়া ব্রিজ সংলগ্ন) এলাকায় রাতের আঁধারে একটি মুদি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। দোকান মালিকের নাম আল-আমিন। অগ্নিকা-ে নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
|আরো খবর
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আল-আমিন জানান, বুধবার রাত ১২টার দিকে আমি দোকান বন্ধ করে ঘরে চলে যাই। এরপর বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে প্রতিবেশী মাংসের দোকানদার মানিকের মাধ্যমে জানতে পারি আমার দোকান আগুনে না-কি জ্বলছে। তখন তড়িঘড়ি করে বাইরে বের হয়ে দেখি আমার দোকান পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ সময় আমরা ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে, তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। ততক্ষণে দোকানের মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে যায়। আমার নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী শাহজালাল বলেন, আমার বাড়ি ঘটনাস্থল থেকে কাছাকাছি হওয়ায় লোকজনের ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে আসি। তখন অগ্নিকা-ের ঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। তাদেরকে থানা পুলিশের মাধ্যমে আইনী সহযোগিতা নেয়ার পরামর্শ দেই।
বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, পিআইও আওরঙ্গজেব, থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুলের একান্ত সহকারী অ্যাডঃ লিয়াকত আলী সুমন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সদস্য মোঃ বাবু সরকার প্রমুখ।