বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলব উত্তরে দুর্বৃত্তের আগুনে আওয়ামী লীগের অফিস পুড়ে গেছে

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে দুর্বৃত্তের আগুনে আওয়ামী লীগের অফিস পুড়ে গেছে

মতলব উত্তর উপজেলার ছেংগারচর-মতলব সড়কের উত্তর লুধুয়া (আমতলা) স্থানে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় এলাকা আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোররাত আনুমানিক দেড়টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা আগুন দেয় বলে স্থানীয়রা জানান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা অফিসটিতে আগুন দেয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো অফিসে ছড়িয়ে পড়ে। পাশের এক চা দোকানদার খোকন প্রধান আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ অফিসের দায়িত্বে থাকা হোসেন মোল্লা বলেন, এই অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমসহ অন্য নেতাদের ছবি ছিল। এই অফিসে বিদ্যুতের লাইন ছিলো না। যারা আগুন দিয়েছে তারা পরিকল্পিতভাবেই এ কাজ করেছে।

পাশের আরেক দোকানদার সেবা ফার্মেসীর আবুল কালাম সরকার জানান, আমি খবর পেয়ে এসে দেখি স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক টিটু, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বাদশা পাটোয়ারীসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা জানান, অফিসের আসবাবপত্রসহ অন্যান্য সকল কিছু পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। তারা প্রশাসনের দৃষ্টি কামনা করে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত ওসি সানোয়া হোসেন বলেন, বিষয়টি জেনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়