প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে দুর্বৃত্তের আগুনে দুই পরিবারের স্বপ্ন ছাই
ফরিদগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো দুই পরিবারের স্বপ্ন তথা আয়ের একমাত্র উৎস পিকআপ ভ্যান। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে ২৪ জুন সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
জানা যায়, ওই গ্রামের মোঃ খলিলুর রহমান জসিম সঞ্চিত পুঁজি দিয়ে একটি পিকআপ ভ্যান কেনন। একই গ্রামের রোকন উদ্দিনকে চালক হিসেবে নিয়োগ দেন। এই গাড়ি থেকে আয় দিয়েই মালিক ও গাড়িচালক পরিবারের সংসার চলতো। কিন্তু সোমবার রাতে চালক রোকন উদ্দিন নিজ বাড়ির সামনে পার্কিং করে রেখে ঘুমাতে যান। রাতে ডাক-চিৎকার শুনে এসে দেখেন একমাত্র অবলম্বন পিকআপটিতে আগুন জ্বলছে।
গাড়িচালক রোকন উদ্দিন জানান, প্রতিদিন রাতে গাড়িটি আমাদের বাড়ির সামনে পুকুরঘাটে এনে রাখি। কিন্তু পার্কিং নিয়ে আমাদের বাড়ির আরিফ হোসেন আমাকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছিলো। সর্বশেষ রোববারও সে হুমকি দিয়ে যায়। রাতেই আমার গাড়িটি আগুনে পুড়ে যায়।
গাড়ির মালিক মোঃ খলিলুর রহমান জসিম বলেন, আমি সারাজীবনের সঞ্চিত পুঁজি ও ঋণ করে ১৫ লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছিলাম। যারাই আমার গাড়িটি পুড়িয়েছে তাদের বিচার চাই। এদিকে আরিফ হোসেন বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার এসআই মাহবুবুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।