শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ও সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির গণঅনশন

সরকার খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে

-----------------------শেখ ফরিদ আহমেদ মানিক

সরকার খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে
মিজানুর রহমান ॥

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশে-বিদেশে উপযুক্ত সুচিকিৎসার দাবি এবং সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে গণঅনশন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি।

কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ২০ নভেম্বর শনিবার দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপ্রধানের বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তার চিকিৎসার বিষয় নিয়ে প্রশাসনিক লোক এবং সরকারের মন্ত্রীরা বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে। তারই প্রতিবাদে আজকে এই গণঅনশন কর্মসূচি আমরা পালন করছি। এই গণঅনশন কর্মসূচিতে যদি কোনো সুরাহা না হয়, আমরা প্রস্তুত কঠোর আন্দোলনের জন্যে।

গণঅনশনের শুরুতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসীম উদ্দীন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবু, আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ হারুনুর রশিদ প্রমুখ।

বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক সলেমান ঢালী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর ছাত্রদলের মামুনুর রশিদ, কলেজ ছাত্রদলের সোহেল গাজী, আল-আমিন, ছাত্রদল নেত্রী রুমা আক্তার সাদিয়া প্রমুখ।

এ সময় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে চলা গণঅনশন কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়