প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮
নবাগত সচিবের ধন্যবাদ জ্ঞাপন

“Fellowship Through Service”- এই মূলমন্ত্রকে ধারণ করে বন্ধুত্ব, সেবা ও সুশৃঙ্খল সংগঠনের পথে রোটার্যাক্ট ক্লাব এগিয়ে চলছে। প্রতিটি পদক্ষেপে সৃষ্টি হচ্ছে নতুন অভিজ্ঞতা, জন্ম নিচ্ছে মানবিকতার নতুন প্রেরণা। রূপালী ইলিশ আর নদী বন্দরের শহর চাঁদপুরে ১৯৭৫ সালে, চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার সভাপতি প্রয়াত ডা. নূরুর রহমানের উদ্যোগে এবং তৎকালীন চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তাক আহমেদের নেতৃত্বে একদল প্রাণোচ্ছল তরুণকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠিত হয় রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর।
পালা বদলের ধারাবাহিকতায় (২০২৫-২০২৬) রোটারীবর্ষে আমরা উদযাপন করছি ক্লাবের ৫০তম অভিষেক। আমাদের জন্য এটি পরম সৌভাগ্য যে, চাঁদপুর রোটারী ক্লাব ইতোমধ্যেই তাদের সুবর্ণজয়ন্তী উদযাপন সম্পন্ন করেছে। সেই গৌরবময় ধারাবাহিকতার আলোয় আজ আমরা আয়োজন করছি চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব অব সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে পুরাতনকে বিদায় ও নতুন নেতৃত্বকে বরণ করা সংগঠনের বাস্তবতা। সেই সত্যকে সামনে রেখে রোটার্যাক্ট পরিবারেও এসেছে পরিবর্তন ও নবজাগরণের ধারা। আজকের এই অভিষেক অনুষ্ঠান নতুন আশা ও সম্ভাবনার পথ খুলে দিচ্ছে। অভিজ্ঞতা, প্রেরণা, স্বপ্ন আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব তার গৌরবময় পথচলার ৫০তম বছরে পদার্পণ করেছে। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব অব ৫০তম অভিষেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। ক্লাব কার্যক্রমের ধারাবাহিকতায় সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। ক্লাবের অগ্রযাত্রাকে আরও গতিশীল, শক্তিশালী এবং সুসংগঠিত করতে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রত্যাশা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোটার্যাক্টর বন্ধুদের সঙ্গে ভাবনা-চিন্তা, অভিজ্ঞতা ও চেতনার সমন্বয়ের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে চাই-এটাই আমার আন্তরিক অঙ্গীকার। সেই সঙ্গে আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দকে জানাই গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ-মূল্যবান সময় দিয়ে আমাদের আয়োজনকে অর্থবহ করে তোলার জন্য।
রো. রাকিব খাঁন
সচিব (২০২৫-২৬), চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব








