প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২০
বিদায়ী সচিবের প্রতিবেদন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
|আরো খবর
সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় রোটারিয়ান, রোটার্যাক্টর, সিনিয়র ও জুনিয়র সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম।
আজকে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের ৫০ বছর উদযাপনের এই ঐতিহাসিক সকালে (২০২৪-২৫) সেশনের বিদায়ী সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের সামনে দাঁড়াতে পারা আমার জন্য গর্ব, আনন্দ এবং আবেগের এক বিশেষ মুহূর্ত। এই ক্লাব শুধু একটি সংগঠন নয়। এটি আমাদের চরিত্র গঠন করার একটি পরিবার, সেবা করার মানসিকতা তৈরির একটি প্ল্যাটফর্ম এবং নেতৃত্ব শেখানোর একটি জীবন্ত প্রতিষ্ঠান। এই দীর্ঘ ৫০ বছরের সোনালি যাত্রা অসংখ্য ত্যাগ, নিবেদন, অগণিত নির্ঘুম পরিকল্পনার রাত, শত শত কমিউনিটি সেবা কার্যক্রম সবকিছুর সম্মিলিত প্রচেষ্টায় আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। আর আমি সৌভাগ্যবান এই ইতিহাসের অংশ হতে পেরেছি।
আমাদের (২০২৪-২৫) সময়কালের কার্যক্রমসমূহ :
১। চাঁদপুরের ৫টি রোটার্যাক্ট ক্লাবকে নিয়ে নতুন রোটারী বর্ষ ২০২৪-২৫ এবং রোটারী ‘জিরো আওয়ার’ উদযাপন। ২। রোটার্যাক্ট বর্ষের প্রথম সভায় একজন শিক্ষার্থীকে ১ বছরের জন্য বৃত্তি প্রদান। ৩। একটি অসহায় পরিবারের মা এবং দুই অসুস্থ ভাই-বোনকে পুষ্টি বৃদ্ধির জন্য মৌসুমি ফল বিতরণ। ৪। শহরের বিভিন্ন স্থানে কাঁঠাল, আতাফল, কৃষ্ণচূড়া, হাসনাহেনা, বড়ইসহ বিভিন্ন গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ৫। সাক্ষরতা দিবস পালন, শিক্ষা সরঞ্জাম বিতরণ ও আলোচনা সভার আয়োজন। ৬। বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ছানি অপারেশন করানো। ৭। ব্রেনস্ট্রোকে আক্রান্ত এক
রিকশাচালককে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য রেইনকোট প্রদান। ৮। বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে একটি সুবিধাবঞ্চিত পরিবারকে পানি ফিল্টার দেওয়া। ৯। এক অসহায় প্যারালাইসিস রোগীকে নিরাপদ চলাচলের জন্য ক্রাচ প্রদান। ১০। আনোয়ারা মতিউর মডেল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার উপকরণ বিতরণ এবং শিক্ষাবিষয়ক আলোচনা সভা। ১১। ৭ জন অসহায় নারীকে ঈদসামগ্রী বিতরণ। ১২। একজন নওমুসলিম নারীকে সাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান। ১৩। ইনার হুইল ক্লাবের সাথে যৌথভাবে শিক্ষার্থীদের মাঝে একবেলার খাবার বিতরণ। ১৪। হার্টছিদ্র এক শিশুকে রক্তশূন্যতা থেকে রক্ষা করতে রক্তদান। ১৫। গ্রাফিতি অঙ্কন উৎসবে ২০০ জন শিক্ষার্থীর মাঝে স্ন্যাক্স বিতরণ। ১৬। জাতীয় শিক্ষক দিবসে অধ্যাপক জাকির হোসেনকে সংবর্ধনা, উপহার ও ছড়া প্রদান এবং শিক্ষক পেশায় নিয়োজিত রোটার্যাক্টরদের ফুল ও কার্ড প্রদান। ১৭। ক্লাবের ঐতিহাসিক ২৩০০তম সভা উদযাপন ও কেক কাটা। ১৮। বার্ষিক ইফতার মাহফিল আয়োজন। ১৯। ক্লাবের ৩ সদস্যের ট্রিপল জন্মদিন উদযাপন, এবং অন্যান্য সদস্য ও রোটারিয়ানদের জন্মদিনে শুভেচ্ছা কার্ড প্রদান। ২০। তরুণদের আশা ও আকাঙ্খার প্রতিফলনে টিআইবির সাথে র্যালি, মানববন্ধন ও বক্তৃতা। ২১। ক্লিন এনার্জি ও টেকসই ভবিষ্যৎ বিষয়ে মানববন্ধন ও র্যালি। ২২। বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা র্যালি ও মানববন্ধন। ২৩। চাঁদপুরের ৫টি ক্লাবের যৌথ বৃক্ষরোপণ। ২৪। ৪টি ক্লাবের সমন্বয়ে ক্লাব অ্যাসেম্বলি। ২৫। সারাদেশের রোটার্যাক্টরদের নিয়ে ৫ টি ক্লাবের যৌথ মাল্টি ক্লাব পিকনিক (রিভার ক্রুজ) সফলভাবে আয়োজন। ২৬। বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় রাতব্যাপী আলপনা অঙ্কন। ২৬। ঈদ পুনর্মিলনী ও নৌকা ভ্রমণ। ২৮। বিভিন্ন আড্ডা, ফুচকা বিলাস, খেলাধুলা, সিঙ্গারা-চা, গান ও নৌকা ভ্রমণে সকল সদস্যের অংশগ্রহণ। ২৯। রিপসা টাউন হল মিটিংয়ে পিডিজি ইশতিয়াক জামানের সাথে সাক্ষাৎ ও অংশগ্রহণ। ৩০। ৩৪তম রোটার্যাক্টরস ট্রেনিং ক্যাম্পে (আরটিসিতে) অংশগ্রহণ এবং গ্রুপ টিমে দ্বিতীয় স্থান অর্জন। ৩১। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের অনুপ্রেরণায় তিন শিক্ষার্থীর ব্রোঞ্জ পদক অর্জন। ৩২। ইনার হুইল ক্লাবের সাথে যৌথ সভায় অংশগ্রহণ। ৩৩। চাঁদপুর ইন্টার্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ। ৩৪। রোটারী-রোটার্যাক্ট সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে রোটারি ক্লাবের অভিষেকে অংশগ্রহণ। ৩৫। বিভিন্ন রোটার্যাক্ট ক্লাবের সাথে যৌথ সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ। ৩৬। রোটারি ক্লাবের নিয়মিত দাতব্য চিকিৎসালয়ে সেবা প্রদান। ৩৭। কুমিল্লা সাউথ এবং ব্রিটানিয়া ইউনিভার্সিটির রোটার্যাক্ট ক্লাবের যৌথ অভিষেকে অংশগ্রহণ। ৩৮। মাস্ক বিতরণ ও শিশু বাচ্চাদের করোনা প্রতিরোধে সচেতনতা। ৩৯। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি। ৪০। রোটারী ক্লাবের সাবেক সভাপতি সাঈদুল ইসলাম বাবুর মৃত্যুতে দোয়া ও মিলাদে অংশগ্রহণ। ৪১। সবশেষে ক্লাব অ্যাওয়ার্ড বিতরণ।
আমি আমার সভাপতি, আমার পরামর্শদাতা, সিনিয়র রোটার্যাক্টর, শুভানুধ্যায়ী এবং এই সেশনের সক্রিয় সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এই দায়িত্ব সফলভাবে শেষ করতে পারতাম না। আজকের এই ৫০ বছর শুধু উদযাপন নয়, এটি আমাদের প্রতিশ্রুতি নবায়নের দিন। আগামী প্রজন্মের জন্য নতুন ইতিহাস গড়ার দিন। চাঁদপুর রোটার্যাক্ট ভবিষ্যতে আরও অধিক প্রভাবশালী, আরও গতিশীল, আরও মূল্যবোধসম্পন্ন একটি সংগঠন হিসেবে এগিয়ে যাক। এটাই আমার প্রত্যাশা। আমি আজ বিদায়ী সাধারণ সম্পাদক। কিন্তু রোটার্যাক্ট আমার পরিচয়ের একটি অংশ হয়ে থাকবে সবসময়। আমার যাত্রা শেষ হচ্ছে না। শুধু অধ্যায় পরিবর্তন হচ্ছে।
শেষে আমি বলব। চাঁদপুর রোটার্যাক্ট মানে সেবা, বন্ধুত্ব, নেতৃত্ব এবং ঐতিহ্য। এই ঐতিহ্য আমরা সবাই মিলে বহন করে নিয়ে যাব।
-রো. ওবায়দুর রহমান, প্রাক্তন সচিব (২০২৪-২৫)







