প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫
৫০ বছর উদযাপন পরিষদ চেয়ারম্যানের অনুভূতি

একটি আয়োজনকে সুন্দর ও সফল করতে যা কিছুর দরকার হয় তার সবটুকুই আমি পেয়েছি আমার প্রিয় সংগঠন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সকল স্তরের সদস্য ও আয়োজক কমিটির পক্ষ হতে। রোটার্যাক্ট জেলা ডি-৬৫ এর একটি ঐতিহ্যবাহী ক্লাব চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব, সেই ক্লাবের ৫০ তম উদ্যাপনের দায়িত্ব আমার উপর অর্পণ করায় আমি ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
|আরো খবর
আমাদের প্রত্যাশা অনেক বড় ছিল কিন্তু শেষ পর্যন্ত কি দিতে পেরেছি তার মানদন্ড আপনাদের কাছে। যারা সহযোগিতার হাত বাড়িয়ে সাহস ও সমর্থন যুগিয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনে সহযোগিতা করায় ১৯৮০ ও ১৯৯০ দশকের সিনিয়র রোটার্যাক্টবৃন্দ সহ বর্তমান পর্যন্ত সকল রোটার্যাক্টবৃন্দের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৫০ তম উদ্যাপন অনুষ্ঠানে আগত মান্যবর প্রধান অতিথি, সম্মানিত রোটারিয়ানবৃন্দ, পিডিআরআরবৃন্দ, বিজ্ঞাপনদাতা, আমন্ত্রিত অতিথি ও অন্যান্য রোটার্যাক্ট ক্লাব থেকে আগত প্রিয় সহযোদ্ধা রোটার্যাক্টবৃন্দ সকলকে অভিবাদন।
নিজেদের শত কর্ম ব্যস্ততার মধ্য দিয়েও যাঁরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন এবং আমাদের আয়োজনকে দৃষ্টিনন্দন করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।রোটারিয়ান দেলোয়ার হোসেন সুমন, প্রাক্তন সভাপতি, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব। চেয়ারম্যান, ৫০তম উদ্যাপন পরিষদ।








