প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৫
রায়পুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় মো. ওমর হোসেন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সন্ধায় রায়পুরে পৌরসভার পুর্বলাচ গ্রামের মিঝি বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত শিশু ওমর হোসেন একই এলাকার সোহাগ হোসেন ও ফাতেমা বেগমের ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শিশু ওমর পরিবারের সকলের অগোচরে বাসা থেকে রাস্তায় বের হয়। এ সময় বেপরোয়া গতিতে আসা অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডা. জোবায়ের হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর অটোরিকশার চালক শিশুটিকে হাসপাতালে ফেলে রেখে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে রায়পুর পুলিশ অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
রায়পুর থানার এসআই রাজিব হোসেন বলেন, নিহত শিশুর লাশ থানায় রয়েছে। অটোচালক কে আটকের চেষ্টা চলছে।
ডিসিকে /এমজেডএইচ








