বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২৭

গরিব ও মেধাবী শিক্ষার্থীরা পেলো বিনামূল্যে নতুন বই

শাহরাস্তি ব্যুরো ।।
গরিব ও মেধাবী শিক্ষার্থীরা পেলো বিনামূল্যে নতুন বই
শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপম।

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের ৩০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে নতুন বই পেয়েছে। কলেজ গভর্নিং বডির উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপম, উপজেলা বিএনপির সভাপতি, কলেজের দাতা সদস্য আয়েত আলী ভূঁইয়া ও অধ্যক্ষ মিজানুর রহমান।

কলেজ গভর্নিং বডির সদস্য ইকবাল হোসেন জানান, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে কলেজ কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করেছে। এটি চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়