বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩

নবাগত সভাপতির শুভেচ্ছা ও পরিকল্পনা

অনলাইন ডেস্ক
নবাগত সভাপতির শুভেচ্ছা ও পরিকল্পনা

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৫০ বছরপূর্তি ও ৫০ তম অভিষেক অনুষ্ঠানের শ্রদ্বেয় প্রধান অতিথি- প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, বিশেষ অতিথি, ৫০ বছর পূর্তি উদ্যাপন কমিটির চেয়ারম্যান ও অভিষেক কমিটির চেয়ারম্যান, সদস্য সচিব, বিদায়ী সভাপতি, সম্পাদক, নবাগত সম্পাদক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্বেয় রোটায়ানবৃন্দ, রোটার‌্যাক্টরস্ ভদ্র মহিলা, ভদ্র মহোদয় ও সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম।

সকলকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৫০ বছরপূর্তি ও ৫০তম অভিষেক অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব বাংলাদেশের ২য় চার্টারপ্রাপ্ত রোটার‌্যাক্ট ক্লাব হিসেবে রোটারীর শতাব্দী-অর্ধ উত্তীর্ন সময়ে এসে দাঁড়িয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে রোটার‌্যাক্ট ঐতিহ্য বহন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ ক্লাবের সদস্যগণ আমাকে ২০২৫-২৬ রোটারী বর্ষে সভাপতি হিসেবে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, তাতে আমি সকল রোটার‌্যাক্টরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। আজকে এই শুভ সকালে আমি যাদেরকে কৃতজ্ঞচিত্রে স্মরণ করছি, তাঁরা হলেন প্রয়াত চার্টার্ড প্রেসিডেন্ট মরহুম রোটার‌্যাক্টর পিপি প্রফেসর মোস্তাক আহমেদ, অন্যান্য প্রয়াত রোটার‌্যাক্টরকে, যাদের পথ অনুসরণ করে আমি একজন রোটার‌্যাক্টর এবং চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের (২০২৫-২৬-এ) সভাপতি হতে পেরেছি। সুধীমণ্ডলী, এবারের জও ঞঐঊগঊ হচ্ছে টহরঃব ঋড়ৎ এড়ড়ফ ; সে আলোকে (২০২৫-২৬) রোটারী বর্ষের কর্ম পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরছি। ১) ক্লাব সার্ভিস। ক) ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় রোটার‌্যাক্টরদের জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা কার্ড প্রদান। খ) প্রয়াত রোটার‌্যাক্টরদের মৃত্যুবার্ষিকী পালন এবং তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা। গ) ২০২৫-২৬ রোটা বর্ষের শুরুতে ডিসেম্বর মাসের মধ্যে ইনস্টলেশন এবং ৫০ বছরপূর্তি অনুষ্ঠান আয়োজন করা। ঘ) চার্টার নাইট ২৯ অক্টোবর উদ্যাপন করাসহ বিশেষ বুলেটিন প্রকাশ। ঙ) কম পক্ষে ৬ টি বোর্ড সভার আয়োজন করা। চ) অন্ততপক্ষে ৬ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা ও কমপক্ষে একজন নারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা। ছ) বুলেটিন ‘দি উর্মি’ নিয়মিত প্রকাশ করা। জ) স্থানীয় বহুল প্রচারিত পত্রিকায় দি উর্মি দুটি সংখ্যাকে বিশেষ ক্রোড়পত্র হিসেবে প্রকাশ করা। ঝ) রোটার‌্যাক্ট ইমেজ বৃদ্ধির লক্ষ্যে রোটারী সেবামূলক কার্যক্রম সমূহ সংবাদপত্রে প্রকাশের ব্যবস্থা করা। ঞ) কমপক্ষে ৩টি ক্লাব অ্যাসেম্বলির আয়োজন করা। ট) বনভোজনের আয়োজন করা। ঠ) চাঁদপুর জেলার বরেণ্য ব্যক্তিদের বক্তা হিসেবে আমন্ত্রণ। ড) সকল সদস্যকে গু জড়ঃধৎু তে অন্তর্ভুক্ত করা।

রোটার‌্যাক্টর আফজাল কাজী

সভাপতি (২০২৫-২৬), চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়