বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬

রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যানের বাণী

অনলাইন ডেস্ক
রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যানের বাণী

রোটারী আন্তর্জাতিক ১৯৬৬ সালে আমেরিকার টেক্সাসের হোস্টেন ইউনিভার্সিটির একদল ছাত্রকে দায়িত্ব দেয় একটি আন্তর্জাতিক যুব সংগঠনের নাম ও কর্ম পদ্ধতি প্রণয়নের জন্য। উক্ত কমিটি Rotaract শব্দটি সংগঠনের নাম হিসেবে গ্রহণ করে যা Rotary in Action এর সংক্ষিপ্তরূপ। এরপর ১৯৬৮ সালে রোটার‌্যাক্টের কার্যক্রম শুরু হয়। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে রোটার‌্যাক্ট আন্দোলন ২০২৫ সালে পার করেছে তার গৌরবময় ৫৭তম বছর।

রোটার‌্যাক্ট আন্দোলন হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান যুব কার্যক্রম যা অতি অল্প সময়ে “সেবার মাধ্যমে বন্ধুত্ব” এই শ্লোগানকে ধারণ করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব। পরবর্তীতে বাংলাদেশের ২য় সনদপ্রাপ্ত ক্লাবের স্বীকৃতি লাভ করে। আমারও সৌভাগ্য হয়েছিলো এই প্রাণের সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করার। আজ চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৫০তম উদ্যাপন অনুষ্ঠান। ধন্যবাদ জানাই চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সকল অতীত নেতৃবৃন্দকে যাদের সফল নেতৃত্বে সংগঠনটি পার করছে সাফল্যের ৫০তম বছর।

দক্ষ ও সৃজনশীল যুব সমাজ গঠনের মাধ্যমে সোনার বাংলার অভিযাত্রায় এগিয়ে যাক বাংলদেশের রোটার‌্যাক্ট আন্দোলন। চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৫০তম উদ্যাপন অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

রোটাঃ পিপি শাহেদুল হক মোর্শেদ, পিএইচএফ, রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়