চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের জন্মকথা
আর্তমানবতার সেবায় নিয়োজিত চাঁদপুর রোটারী ক্লাবের অভিভাবকত্বে ২২জন তরুণদের নিয়ে ১৯৭৫ সালে ২১ আগস্ট মেঘনার পাড়ে জন্ম নিয়েছিল যুব সংগঠন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব। প্রথম সভাটি হয়েছিল তৎকালীণ রোটারী ক্লাব অব চাঁদপুরের সভাপতি প্রয়াত রোটাঃ ডাঃ নুরুর রহমানের বাসায়। পরে ২৯ অক্টোবর ১৯৭৫ সালে রোটারী ইন্টারন্যাশনাল থেকে বাংলাদেশের ২য় চার্টার্ড ক্লাব হিসেবে স্বীকৃতি লাভ করে থাকে। প্রতিষ্ঠাতা এবং চার্টাড সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন চাঁদপুর সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক মোঃ মুশতাক আহমেদ।
প্রথম কর্মসূচী হিসেবে ছিল চাঁদপুর বাবুরহাটস্থ এতিমখানা ও বোবা স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্যালরি সমৃদ্ধ বিস্কুট বিতরণ। এছাড়া সে সময় প্রলয়ংঙ্কারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বালার চরের দূর্গত মানুষের সাহায্যার্থে ক্লাবটি হাত বাড়িয়েছিল। সে সময় রোটারী জেলা ৩২৫ (বাংলাদেশ, ভারত, নেপাল) এর আওতাধীন ছিল। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ১৭জন সদস্য প্রথমবারের মত ডিস্ট্রিক্ট কনফারেন্সে যোগ দিতে কলকাতা গমন করে এবং সর্বোচ্চ ডেলিগেশন অ্যাওয়ার্ড লাভ করে। তারপর হাঁটি হাঁটি পা পা করে চড়াই উৎরাই পার হয়ে মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রোটার্যাক্ট জেলা পর্যায়ে যেমনি কৃতিত্ব অর্জন করেছে তেমনি চাঁদপুরবাসীর কাছেও যথেষ্ট সুনাম কুড়াতে সক্ষম হয়েছে। ক্লাবটি আজ পূর্ণ যৌবনে পা রেখেছে। যার সূচনা হয়েছিল ১৯৯৩ সালে চাঁদপুরের মত ছোট শহরে প্রথমবারের মত সফলভাবে আয়োজন করা হয়েছে ১০তম রোটার্যাক্ট জেলা সমাবেশ অঙ্গিকার’ ৯৩। যাতে সারা বাংলাদেশের ১০০০ রোটার্যাক্ট অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে ক্লাবটি সফলভাবে আয়োজন করে ১৯তম জেলা পেসেটস্ ‘উজান’ ০৯’। এরপর ক্লাবটির সামনে হাতছানি দেয় ৩৫ বছরের না পাওয়া অর্জন শ্রেষ্ঠ ক্লাবের মর্যাদা। ২০০৮-০৯ রোটারী বর্ষে তৎকালীন ক্লাব সভাপতি রোটাঃ নাজিমুল ইসলাম এমিলের নেতৃত্বে ক্লাবটি অর্জন করে রোটারী আর্ন্তজাতিক জেলা-৩২৮০ বাংলদেশের শ্রেষ্ঠ ক্লাবের পুরষ্কার। চাঁদপুরের মাটিতে ক্লাব পর্যায়ে সফল নেতৃত্ব ছাড়াও এ ক্লাবের সদস্যরা বিভিন্ন সময়ে রোটার্যাক্ট জেলা সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি জেলা পর্যায়ে তাদের কর্মকাণ্ডে বহুবিধ স্বীকৃতি লাভ করে আসছে।
-রোটারিয়ান খোরশেদ আলম কাঞ্চন, প্রাক্তন সভাপতি, চাঁদপুর রোটারী ক্লাব ও প্রাক্তন সভাপতি, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব।