প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭
মৈশাদী ইউনিয়নে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ
কল্যাণকর দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট দিন
--------শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) মৈশাদী ইউনিয়নের শাহতলী বাজারসহ বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ করেন তিনি। এর পূর্বে তিনি ইউনিয়ন ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠনের দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন।
মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। সাধারণ মানুষও চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। কিন্তু যারা এতোদিন প্রয়োজনীয় সংস্কার বাদ দিয়ে নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুলেছে, আজ তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারবে না। দেশের মানুষ ভোটের মাধ্যমে ইসলামকে বিজয়ী করবে।
তিনি বলেন, সারাদেশে ইসলামপন্থীদের বিজয় শুরু হয়েছে। মানুষ আর দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। ব্যালটের মাধ্যমে মানুষ দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের জবাব দেবে। আমরা যেখানেই যাচ্ছি, মানুষ পরিবর্তনের কথা বলছে। বিগতদিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা ব্যর্থ হয়েছে। তাই পুরোনো কাউকে নতুনভাবে ক্ষমতায় দেখতে চায় না মানুষ।
তিনি বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। দুর্নীতি ও দুঃশাসন রুখতে ইসলামকেই ক্ষমতায় আনবে। দেশের ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সচেতন মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, আজ আমরা ইসলামমনা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। একটি কল্যাণকর দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট দিন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, মৈশাদী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর খান, সেক্রেটারি ডা. মো. বশির খান, যৌথ সম্পাদক মো. হাবিবুর রহমান সরদার প্রমুখ।
এছাড়া ইসলামী আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসিকে /এমজেডএইচ








