বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৮

শাহরাস্তিতে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিচ্ছেন অভিভাবক আয়া পিয়নরা !

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তিতে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিচ্ছেন অভিভাবক আয়া পিয়নরা !
শাহরাস্তিতে প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা।

শাহরাস্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে সমাপনী পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক, অভিভাবক, আয়া, পিয়ন ও দফতরি।

শিক্ষকদের কর্মবিরতি চলায় অভিভাবক ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিয়ে হলে খাতা ও প্রশ্নপত্র বিতরণ করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে এ পরিস্থিতি অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সরেজমিনে উপজেলার উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় একই চিত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রাণী চক্রবর্তী জানান, আমার স্কুলে আমিসহ মোট আটজন শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে সাতজন সহকারী শিক্ষক কর্মবিরতি পালন করছেন। তারা পরীক্ষার কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না। আমাকে একাই সব দেখতে হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, গত ক'দিন আমরা স্কুলে এসে পরীক্ষা দিতে পারিনি। তবে আজকে প্রধান শিক্ষক পরীক্ষা নিচ্ছেন। দুপুর দেড়টা থেকে আমাদের পরীক্ষা শুরু হয়।

অভিভাবকরা বলেন, শিক্ষকরা আন্দোলন করার কারণে গত ক'দিন বাচ্চাদের নিয়ে স্কুলে এসে ফিরে যেতে হয়েছে। আজকে প্রধান শিক্ষক বলছেন, পরীক্ষা নেবেন, তাই বসে আছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, উপজেলায় মোট ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পরীক্ষা হয়েছিলো মাত্র ১৮টিতে। আজও সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলার কারণে প্রধান শিক্ষক, অভিভাবক ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়