প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ১৭:৫২
কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকা প্রস্তুত করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরীর সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
|আরো খবর
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম আতিক, কামরুন্নাহার ভূঁইয়া, শহীদ দর্জি ও আমির হোসেন, যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন দুলাল, মো. শাহজাহান ও জাহাঙ্গীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম ও আব্দুল জব্বার বাহার, সহদপ্তর সম্পাদক মো. কবির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম লালু, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোকন, প্রচার সম্পাদক জিকে আলমগীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার সোহেল ভূইয়া, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের মিন্নত আলী তালুকদার, পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন মিয়া, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির মজুমদার, পালাখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদ, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম টগর, সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মুক্তার ও আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিক মাস্টার প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নের বর্ধিত সভা আহ্বান করে প্রার্থী তালিকা তৈরির তারিখ ও সময় নির্ধারণ করা হয়।