শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

এভাবে কাউকে ছাড় না দিক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

অনলাইন ডেস্ক
এভাবে কাউকে ছাড় না দিক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে ন্যায্যমূল্যের ঔষধের দোকানে গিয়ে অন্যায্য ও অন্যায় কাজের নমুনা দেখতে পেয়েছে। এটা নিয়ে চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদের শিরোনাম হয়েছে ‘সরকারি জেনারেল হাসপাতালের অভ্যন্তরে দত্ত ফার্মেসীতে মিললো প্রচুর মেয়াদোত্তীর্ণ ঔষধ ॥ জরিমানা আদায়’। সংবাদটিতে লিখা হয়েছে, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের অভ্যন্তরে ন্যায্যমূল্যের ঔষধের দোকান দত্ত ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল জানান, বাজার তদারকি অভিযানে সদর হাসপাতালের সামনে দত্ত ফার্মেসিতে অভিযান পরিচালনা করে প্রচুর মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ৩০ হাজার জরিমানা করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

দত্ত ফার্মেসী অতীতে বারবার গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়েছে। সংবাদের উপজীব্য ছিলো--ন্যায্যমূল্যের ঔষধের দোকান হলেও মালিক-কর্মচারী ন্যায্যমূল্যে সবসময় সকল ঔষধ বিক্রি করে না, বরং ক্রেতা বুঝে উচ্চমূল্যে বিক্রি করার সুযোগও নেয়। প্রতিটি ক্রেতাকে ন্যায্যমূল্যে ঔষধ বিক্রির প্রমাণস্বরূপ রসিদ দেয়ার নিয়ম থাকলেও সেটি দেয়া হয় না। কিন্তু জেলার সবচে’ বড়ো হাসপাতালের সম্মুখস্থ এই ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি করা হয়--সেটা অনেকের জানা ছিলো না। অবশেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তার প্রমাণ দিলো ও সকলকে জানান দিলো, যার জন্যে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে সুধী সচেতন মহল। আমরাও সেই ধন্যবাদজ্ঞাপনে শরীক হতে চাই। আমরা চাই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোথাও অভিযান চালাতে যেন বিব্রতবোধ না করে, যেখানেই ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করতে বিক্রেতার অপতৎপরতা দেখবে, সেখানেই যেনো অভিযান চালায়, কারো মুখ দেখে চোখ দেখে যেনো ভয় না পায় তথা কাউকে যেনো ছাড় না দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়