রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

ভূমি অফিসের ভূমিকা নিয়ে নিরন্তর প্রশ্ন
অনলাইন ডেস্ক

একসময় থানা-পুলিশের কাছে দালাল শ্রেণীর লোকজনের কদর বেশি ছিলো। এখন অবশ্য পুলিশে নানামুখী সংস্কার ও আধুনিকায়নের ফলে সে কদর তেমন একটা নেই। সেজন্যে অনেক থানার সামনে লেখা 'দালালমুক্ত থানা'। তবে সরকারি হাসপাতালে কিছু সংখ্যক ডাক্তারের কাছে দালালের কদর এখনও অনেক বেশি। কারণ দালালে বাড়তি ও অবৈধ আয় আসে। আর অনেক ভূমি অফিসে দালাল, অবৈধ দখলদার ও ভূমিদস্যু প্রকৃতির মানুষের অনেক কদর আছে। কারণ ওই একটাই এবং সেটি হচ্ছে এদের মাধ্যমে অবৈধ বাড়তি আয় হয়। নতুবা বেতনের গোণা টাকায় সন্তুষ্ট থাকতে হয়। অধিকাংশ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টিশক্তি দুইরকম। যেখানে অবৈধ স্বার্থ নেই, সেখানে তাদের তীক্ষèদৃষ্টিতে হয়রানির মানসিকতা প্রদর্শিত হয় প্রবল, আর যেখানে অবৈধ স্বার্থ আছে, সেখানে তাদের দৃষ্টিশক্তি হয় ক্ষীণ ও দৃষ্টিভঙ্গি হয় হালকা। অন্যায় দেখেও না দেখার ভান করে, আইনের শিথিলতা প্রদর্শনে হয় মনোযোগী। ফলে ভূমি দখলদার, ভূমিদস্যুরা পায় প্রশ্রয়। নিরীহ মানুষ হয় নিগ্রহের শিকার। ক্ষুণ্ণ হয় সরকারের স্বার্থ, দখল হতে থাকে সরকারি জায়গা।

মঙ্গলবার চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয় এমনই একটি সংবাদ। ‘চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তি দখল’ শিরোনামের সংবাদটিতে লিখা হয়েছে, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সরকারি সম্পত্তি দখল করে একই এলাকার অলিউল্লাহ বেপারীর ছেলে শাহাদাত বেপারী দোকান নির্মাণ কাজ করেন। গত রোববার ইটের সুড়কি ফেলে বাউন্ডারী দেয়া স্থান ভরাট করেন। পূর্বে এ জায়গায় বাউন্ডারী দেয়াল নির্মাণ করতে গেলে বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা গিয়ে দেয়াল ভেঙ্গে দেন। তারপরও তিনি পুনরায় দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কথা হলো, শাহাদাত বেপারীর খুঁটির জোর কোথায়? এর আগে মৃত মুকবুল বেপারীর ছেলে প্রবাসী কবির বেপারী সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করেন। ওই সময়ও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে শাহাদাত বেপারী কবির বেপারীর উত্তর পাশ দিয়ে সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করতে সাহস করেন। একটি সূত্র জানায়, প্রবাসী কবির বেপারী শাহাদাত বেপারীর মাধ্যমে দোকান নির্মাণ কাজ করেন। সরকারি সম্পত্তি রক্ষা করার জন্যে প্রশাসন আইনগত ব্যবস্থা নিবেন বলে সচেতন এলাকাবাসীর প্রত্যাশা। এ ব্যাপার বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহানা আক্তার বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি এবং মালামাল জব্দ করে নিয়ে আসি।

আমাদের দেশে প্রান্তিক পর্যায়ে ভূমি বিষয়ে সরকারের স্বার্থ দেখভালের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা হচ্ছেন উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ তার অধীনস্থ সহকর্মীরা। একসময় যাদের তহসিলদার বলা হতো। পদবী পরিবর্তিত হলেও এদের অধিকাংশের স্বভাব কিন্তু পরিবর্তিত হয়নি। এরা ইউনিয়ন কিংবা পৌরসভা পর্যায়ে কাজ করে। এদের কেউ কেউ অবৈধ উপায় অবলম্বন তথা দুর্নীতির আশ্রয় গ্রহণ করে বাড়তি রোজগারে বাড়তি সুখ আহরণের অপপ্রয়াস চালায় এবং বিপথগামী হয়। হালে সরকার ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করার নানা প্রয়াস উপরের পর্যায় থেকে নিলেও নিম্ন পর্যায়ে অধিকাংশ ক্ষেত্রে তা ভেস্তে যায় স্থানীয় বসদের অর্থপূর্ণ আশ্রয়ে প্রশ্রয়ে। সেজন্যে অনেক ভূমি অফিসের ভূমিকা নিয়ে সুধী পর্যবেক্ষক, সচেতনমহল ও ভুক্তভোগীদের নিরন্তর প্রশ্ন থেকেই যাচ্ছে। জানি না, এই প্রশ্নের চির অবসান কবে হবে!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়