প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আমাদের দেশ শুধু নয়, সারা বিশ্বেই আত্মম্ভরিতায় আক্রান্ত কিছু লোক থাকেন, যারা মনে করেন, কেবল বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানেই সেরা মেধাবী ও যোগ্যতাবানরা তৈরি হয়। এর বাইরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে তেমন কিছু তৈরি হয় না বা বেরিয়ে আসে না। কিন্তু ব্যক্তিগত প্রবল আগ্রহ ও সাধনায় যে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে না পড়েও কেউ কেউ মেধা ও যোগ্যতার প্রমাণ দিতে পারেন, তার অনেক উদাহরণ প্রায়শই মিলছে। একসময় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন কলেজ থেকে পাস করা শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরি পেতে পারে--এটা ছিলো নাকউঁচু ও অহমিকায় ভোগা লোকজনের কাছে ছিলো কল্পনা বা ভাবনার অতীত। এমন লোকজন সুুযোগ পেলেই শ্লেষ করে প্রায়শই বলতেন এবং এখনও বলেন, সরকার জাতীয় বিশ্ববিদ্যালয় খুলে বিভিন্ন কলেজের মাধ্যমে অসংখ্য স্নাতকোত্তর বানাচ্ছে, যারা মেধা ও যোগ্যতাহীন। কিন্তু যতোই দিন যাচ্ছে, ততোই এমন স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একই ডিগ্রিধারীদের সাথে পাল্লা দিয়ে শুধু বিসিএস পরীক্ষায় নয়, চাকুরির বাজারের অন্যান্য পরীক্ষায় মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন। শুধু কি দেশে? বিদেশেও বটে। এ সংক্রান্ত এক খবর প্রকাশিত হয়েছে চাঁদপুর কণ্ঠে।
‘হাজীগঞ্জের বাপ্পী হলেন কাতার মিনিস্ট্র্রি অব মিউনিসিপ্যালিটি এন্ড এনভায়রনমেন্টের পরিদর্শক’ শিরোনামের সংবাদে কামরুজ্জামান টুটুল লিখেছেন বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ কাতারের মিনিস্ট্রি অব মিউনিসিপ্যালিটি এন্ড এনভায়রনমেন্ট (পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয়) ইন্সপেক্টর পদে যোগদান করলেন হাজীগঞ্জর কৃতী সন্তান বায়েজিদ বোস্তামী বাপ্পী। ধারণা করা হচ্ছে, তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে কাতার পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয়ের এমন পদে আসীন হলেন। হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা বায়েজিদ বোস্তামী বাপ্পী বর্তমানে কাতারের বলদিয়া এলাকায় কর্মরত আছেন। বাপ্পীর ছোট ভাই হাজী তারেক আজিজ জানান, বায়েজিদ বোস্তামী বাপ্পী কাতার গিয়ে ব্যবসা শুরু করেন। পাশাপাশি তিনি কাতারে সরকারি চাকুরিতে যোগদানের চেষ্টা করেন। ২০২০ সালে তিনি কাতারের মিনিস্ট্রি অব মিউনিসিপ্যালিটি এন্ড এনভায়রনমেন্টে পরিদর্শক পদে ইন্টারভিউ দেন। তিনি আরো জানান, ২০২০ সাল থেকে বিভিন্ন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গত সপ্তাহে তার ভাই কাতারের মিনিস্ট্রি অব মিউনিসিপ্যালিটি এন্ড এনভায়রনমেন্টে পরিদর্শক পদে যোগদান করেন। বাপ্পী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করে তার শিক্ষাজীবন শেষ করে জীবিকার তাগিদে ২০১৮ সালে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমান।
হাজীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের ছেলে বায়েজিদ বোস্তামী বাপ্পী যতোটুকু ধৈর্য ও কৃতিত্ব দেখিয়ে কাতারে সম্মানজনক সরকারি চাকুরি পেলেন, সেটাকে খাটো করে দেখার অবকাশ নেই। আবার তিনি অনেক বড়ো কিছু করে ফেলেছেন, সেটা বলারও সুযোগ নেই। তবে এটা বলতেই হবে, তিনি পাবলিক বিশ্ববিদ্যালয় বা তারচে’ বড়ো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না পড়েও বিদেশের মাটিতে মেধা ও যোগ্যতার বলে সরকারি চাকুরি প্রাপ্তিতে অসাধারণ কৃতিত্বের পরিচয়ই দিয়েছেন। তাকে অবশ্যই জেলাবাসীর পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং তার জন্যে অশেষ শুভ কামনা।