রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০

নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২২-এর সমাপনী অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নদীর নাব্যতা রক্ষা ও দখলমুক্ত করতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে

নদীর নাব্যতা রক্ষা ও দখলমুক্ত করতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে
বিমল চৌধুরী ॥

‘প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ-নিরাপত্তায় রাখবে অবদান’ স্লোগানে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক আয়োজিত নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২২-এর সমাপনী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৮ মে শনিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্পব্যয়ে যাত্রী ও মালামাল পরিবহনে নৌযানের কোনো বিকল্প নেই। নদণ্ডনদীসমূহে চলাচলকারী অসংখ্য নৌযানে বহনকৃত যাত্রী ও পণ্যের নিরাপদ চলাচলে নৌযান মালিক, নাবিক ও যাত্রীসাধারণের ভূমিকা ও দায়িত্ব অপরিসীম। নৌপথের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নৌশিল্পের বিকাশ তথা নৌপথের উন্নয়নে বাজেটে যথেষ্ট অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন, যার ফলে নিরাপদ নৌযান নির্মাণ ও নৌযানে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে নৌপথের যাত্রীদের মধ্যে আমরা আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। দেশের সকল নদীকে দখলমুক্ত করা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। শীঘ্রই আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেবো। তিনি নৌ-দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে নৌ-আইন মেনে নিরাপদ নৌযান ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে নৌযান পরিচালনার আহ্বান জানান।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিধ্বস্ত দেশে সাড়ে তিন বছরের শাসনামলে যে উন্নয়ন কাজ করেছেন তা খুবই বিরল। ১৯৭১ সালের ১ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে এসে নদীর নাব্যতা ফিরিয়ে আনার কথা বলেছিলেন। এ লক্ষ্যে তিনি ৭টি ড্রেজার সংগ্রহ করেছিলেন। ২০০৮ সাল পর্যন্ত এই ৭টি ড্রেজারই থেকে যায়। ৭টি থেকে ৮টি করা যায়নি। অথচ মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ ১৩ বছরের শাসনামলে তা ৩৫টিতে উন্নীত হয়েছে। আগামী ২/১ বছরের মাথায় তা ৭৫টিতে উন্নীত হবে বলে আমরা বিশ্বাস রাখি। প্রধানমন্ত্রীর ১৩ বছরের শাসনামলে যে উন্নয়ন হয়েছে, বিগত ৪০ বছরেও সেই পরিমাণ উন্নয়ন কেউ করতে পারেনি। দেশে একটা সময় আইন না মানার প্রবণতা ছিলো, কিন্তু এখন আর সেই প্রবণতা নেই। বঙ্গবন্ধুকন্যা সেই চিন্তা-চেতনার পথ রুদ্ধ করে দিয়েছেন। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে, বিচার বিভাগ, গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। সরকারি প্রশাসন চলবে দেশমাতৃকার জন্যে, কোনো ব্যক্তির জন্যে নয়। তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলার অনুরোধ জানান।

নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ.জেড.এম. জালাল উদ্দীনের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দসহ সুধীজনের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। অনুষ্ঠান পর্বে প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২২ উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর ও নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন ‘সুবর্ণতরী’র মোড়ক উন্মোচন করেন। এছাড়া সমাপনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা শিল্পকলার অনুষ্ঠানস্থলকে দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়