শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৩২

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের আমন্ত্রণ: মোদি অনুপস্থিত, ভারতের প্রতিনিধিত্বে জয়শঙ্কর

ট্রাম্পের শপথে মোদি নেই: আড়ালে নতুন কূটনৈতিক সমীকরণ?

মো.জাকির হোসেন
ট্রাম্পের শপথে মোদি নেই: আড়ালে নতুন কূটনৈতিক সমীকরণ?
ছবি : সংগৃহীত

আগামী ২০ জানুয়ারি, ২০২৫, সোমবার, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথা ভেঙে তিনি কয়েকজন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তবে, ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আমন্ত্রণ পাননি। ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আমন্ত্রণ তালিকা তার ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা প্রদান করে। বিশেষ করে, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে, ভারতের প্রধানমন্ত্রী মোদির অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হয়েছেন, সেই তালিকা তিনি দেখেননি। তবে, তিনি উল্লেখ করেন যে, পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে যাচ্ছেন মাইক ওয়াল্টজ, যিনি প্রতিনিধি পরিষদে ভারতীয় রাজনৈতিক সমিতির চেয়ারম্যান। গারসেত্তি আরও বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প একটি বিষয়ে ঠিক আছেন। আমরা দুই দেশের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা চাই। আমরা চীনের ওপর থেকে নির্ভরতা কমাতে চাই। স্বাস্থ্যখাত, ওষুধ শিল্প থেকে শুরু করে ইলেকট্রনিক্সে আমরা চীনের বিকল্প খুঁজছি। ভারতই আমাদের পছন্দ।"

তিনি আরও জানান, তার মতে এখন কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি খুব বড় কোনো ইস্যু নয়, বিশেষ করে মোদির জন্য। কারণ, তিনি ট্রাম্পের সঙ্গে খুব শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা তার। গারসেত্তি বলেন, "আমার আত্মবিশ্বাস আছে ট্রাম্প শপথ নেওয়ার খুব কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় বৈঠক করতে যাবেন।"

সুত্র: টাইমস অব ইন্ডিয়া।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়