বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০

শিক্ষক সাক্ষাৎকার : মোঃ নূরে আলম পাটওয়ারী

শিক্ষকতার মাধ্যমে অনেক কিছুই বদলে দেওয়া সম্ভব

অনলাইন ডেস্ক
শিক্ষকতার মাধ্যমে অনেক কিছুই বদলে দেওয়া সম্ভব

মোঃ নূরে আলম পাটওয়ারী একজন মেধাবী শিক্ষক। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতায় নিয়োজিত আছেন। সদা হাস্যোজ্জ্বল এ শিক্ষক সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়। সাহিত্যচর্চায়ও রয়েছে তার অবাধ বিচরণ। তিনি একজন সুলেখক। পাশাপাশি জড়িত আছেন নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে।

সম্প্রতি তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের ‘শিক্ষাঙ্গনে’র মুখোমুখি হন।

সাক্ষাৎকার নেন : আলআমিন হোসাইন।

চাঁদপুর কণ্ঠ : কেমন আছেন?

মোঃ নূরে আলম পাটওয়ারী : আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে বেশ ভালো আছি।

চাঁদপুর কণ্ঠ : শিক্ষকতা পেশায় কীভাবে এলেন?

মোঃ নূরে আলম পাটওয়ারী : আমার বাবা শিক্ষক ছিলেন। বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করি।

চাঁদপুর কণ্ঠ : শিক্ষক হিসেবে প্রথমদিন কেমন কেটেছে?

মোঃ নূরে আলম পাটওয়ারী : শিক্ষক হিসেবে জীবনের প্রথম দিন ছিলো অনেক আনন্দের। সে এক অন্যরকম অনুভূতি। পাশাপাশি নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ।

চাঁদপুর কণ্ঠ : আপনার ছাত্রজীবন সম্পর্কে কিছু বলুন।

মোঃ নূরে আলম পাটওয়ারী : ছাত্রজীবনে আমি খুবই ডানপিটে স্বভাবের ছিলাম। দলবেঁধে প্রায়ই স্কুল পালাতাম। তবে পরীক্ষার সময় সব বাদ দিয়ে পড়াশোনায় পুরোটা সময় ব্যয় করতাম।

চাঁদপুর কণ্ঠ : আপনাদের সময়ের শিক্ষাব্যবস্থা ও বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থার মধ্যে কী পার্থক্য লক্ষ্য করেন?

মোঃ নূরে আলম পাটওয়ারী : আমাদের সময়ের শিক্ষাব্যবস্থার সাথে বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থার রয়েছে ব্যাপক পার্থক্য। যা ইতোমধ্যে দৃশ্যমান। মুখস্তনির্ভরতা থেকে আমরা এখন বাস্তব অভিজ্ঞতানির্ভর শিক্ষাব্যবস্থার যুগে প্রবেশ করেছি, যা আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরি করবে।

চাঁদপুর কণ্ঠ : আপনি শিক্ষামন্ত্রী হলে বিশেষ যে তিনটি কাজ করতেন?

মোঃ নূরে আলম পাটওয়ারী : আমি শিক্ষামন্ত্রী হলে শিক্ষাকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতাম। শিক্ষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতাম। ছাত্ররাজনীতির বলয়ে শিক্ষাঙ্গন থেকে অপরাজনীতি দূর করতাম।

চাঁদপুর কণ্ঠ : শিক্ষার্থীদের জন্য খেলাধুলা কতটা গুরুত্বপূর্ণ?

মোঃ নূরে আলম পাটওয়ারী : শিক্ষার্থীদের জন্যে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ খেলাধুলা শিক্ষার্থীদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করে।

চাঁদপুর কণ্ঠ : এ বিদ্যানিকেতনটি সম্পর্কে কিছু বলুন।

মোঃ নূরে আলম পাটওয়ারী : চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক শহীদ জাবেদণ্ডএর স্মৃতি নির্মাণে প্রতিষ্ঠিত। এখানকার পরিবেশ অত্যন্ত চমৎকার। রয়েছে মানসম্মত ও আধুনিক পড়াশোনার সুব্যবস্থা। দক্ষ অধ্যক্ষের নেতৃত্বে দক্ষ শিক্ষকম-লী পাঠদান করেন।

চাঁদপুর কণ্ঠ : আপনার প্রিয় ছাত্র কারা? কেন প্রিয়?

মোঃ নূরে আলম পাটওয়ারী : আমার প্রিয় শিক্ষার্থী অনেক। তন্মধ্যে মিম, মিতু, মাসুদা, সামি, নাহিদ, রিমা, আফরোজা, আজিজ, ফরহাদুজ্জামান, মারিয়া, লাবিবা, ইতি ও তুবা। এরা প্রিয় হওয়ার অনেক কারণ রয়েছে। এরা পড়াশোনার পাশাপাশি সহ-পাঠক্রমিক কার্যক্রম, খেলাধুলাসহ মানবিক গুণের অধিকারী।

চাঁদপুর কণ্ঠ : শিক্ষকতা জীবনের একটি আনন্দের ঘটনা বলুন।

মোঃ নূরে আলম পাটওয়ারী : শিক্ষকতা জীবনে অনেক আনন্দের ঘটনা রয়েছে। ১৩ ডিসেম্বর ২০২২ আমার জীবনের অন্যতম একটি আনন্দের দিন। তখন আমি কর্মরত ছিলাম কামরাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজে; সেদিন ছিলো ৮ম শ্রেণিতে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যার উদ্যোক্তা ছিলাম আমি। শ্রেণিশিক্ষক হিসেবে মঞ্চে দাঁড়িয়ে মনে হয়েছে এ শিক্ষকতার মাধ্যমে অনেক কিছুই বদলে দেওয়া সম্ভব। সত্যিই এ এক আনন্দময় অনুভূতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়