প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায়
বৃহস্পতিবার শুরু হচ্ছে ৮ম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট
আগামী ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৮ম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। প্রায় দুই বছর পর শুরু হতে যাওয়া এই ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। টুর্নামেন্টে অংশ নিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৮টি ক্লাব।
|আরো খবর
চাঁদপুর জেলা ও উপজেলার উদীয়মান এবং বিভিন্ন ক্লাবের ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতেই অনেকদিন পর চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। ক’মাস আগে চাঁদপুর স্টেডিয়ামে ডাঃ দীপু মনি এমপি শিশুদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসলে স্টেডিয়ামে অনুশীলনরত ক্রিকেটাররা ডাঃ দীপু মনি এমপির কাছে দাবি করেন চাঁদপুর স্টেডিয়ামে যেন বঙ্গবন্ধুর নামে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চালু করা হয়। তারা ওই সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির কাছে দাবি করেন যে, সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর নামে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা ওই সময় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেন, বর্তমানে টি-২০ এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জাতীয় দলে দুইজন ক্রিকেটার ও বিপিএলসহ বাংলাদেশের বড় বড় ক’টি দলে চাঁদপুরের ছেলেরা নিয়মিতভাবে ক্রিকেট খেলে যাচ্ছে। চাঁদপুরের ২জন খেলোয়াড় জাতীয় ক্রিকেট দলের সাথে জড়িত থাকা সত্ত্বেও চাঁদপুরে নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট কিংবা ক্রিকেট লীগ হচ্ছে না। শিক্ষামন্ত্রী তাৎক্ষণিক উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুকে জিজ্ঞাসা করেন যে, ক্রিকেট টুর্নামেন্ট চালু করতে হলে কত টাকার প্রয়োজন। জবাবে গোলাম মোস্তফা বাবু শিক্ষামন্ত্রীকে জানান যে, ৩ লাখ ৩০ হাজার টাকার মতো একটি টুর্নামেন্ট চালাতে খরচ হয়। শিক্ষামন্ত্রী উপস্থিত ক্রিকেটার, অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তাদের সামনে বলেন যে, টুর্নামেন্ট চালু করা হোক, তিনি পৃষ্ঠপোষকতায় থাকবেন। ইতোমধ্যে তাঁর পৃষ্ঠপোষকতার মাধ্যমে খেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
চাঁদপুরের ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলার পরও বেশ ক’দিন ধরে টুর্নামেন্ট চালু না হওয়ায় এসব ক্রিকেটার এ বিষয়ে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সভাপতিসহ বেশ ক’জনের দ্বারস্থ হন। চাঁদপুর জেলার বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ও ক্রিকেটাররা একটাই দাবি করেন, তাদের খেলার মান ধরে রাখতে হলে নিয়মিতভাবে চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট চালু করতে হবে। অবশেষে সেই দাবির প্রেক্ষিতে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটে উপ-কমিটির টনক নড়ে। তারা এই ক্রিকেট টুর্নামেন্টে চালু করার জন্যে গত ৪ ফ্রেবুয়ারি শনিবার দুপুরে অংশগ্রহণেচ্ছুক আটটি দলের কর্মকর্তাদেরকে নিয়ে মতবিনিময় করেন। বিভিন্ন ক্লাবের কর্মকর্তাসহ খেলা পরিচালনাকারী আম্পায়ার সমিতির কর্মকর্তারা ওই মিটিংয়ে অংশ নেন। উপস্থিত ক্লাব কর্মকর্তাদের সাথে খেলার বিষয় নিয়ে মতবিনিময় করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক শেখ মোতালেব।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে দর্শকবিহীন টি-২০-এর এই ক্রিকেট টুর্নামেন্ট। সিদ্ধান্ত অনুযায়ী এই টুর্নামেন্টটি শুরু হলে শুধুমাত্র খেলার সময় ১৫ জন খেলোয়াড় এবং মাত্র ৫ জন কর্মকর্তা ছাড়া কেউ মাঠের ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রতিটি দলের খেলাই হবে রঙিন ড্রেসে সাদা বলে। শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় থাকবে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার। থাকবে সেরা খেলোয়াড়, সেরা ব্যাটস্ম্যান, সেরা বোলার এবং সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। প্রতিদিন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেয়া হবে।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল। দুটি গ্রুপে আটটি দল খেলবে প্রথম রাউন্ডের চারটি ম্যাচে। নকআউট পদ্ধতিতে প্রতিটি ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেয়া ‘ক’ গ্রুপের দলগুলো হলো : পূর্ব শ্রীরামদী ক্লাব, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র, ক্রিকেট কোচিং সেন্টার চাঁদপুর ও প্রফেসর পাড়া ক্রীড়া চক্র। ‘খ’ গ্রুপে অংশ নেয়া ক্লাবগুলো হচ্ছে : আবাহনী ক্রীড়াচক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও চাঁদপুর ক্রিকেট একাডেমি।
বৃহস্পতিবার সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে শক্তিশালী আবাহনী ক্রীড়াচক্র ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব। একই দিন দুপুর ১টায় মাঠে লড়বে ক্রীড়াঙ্গন থেকে ঝিমিয়ে পড়া এবং জেলা ক্রীড়া সংস্থার সাথে কোনোরকম জড়িত থাকা নিতাইগঞ্জ ক্রীড়াচক্র ও প্রফেসর পাড়া ক্রীড়াচক্র। টুর্নামেন্টের দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে অংশগ্রহণ করবে ক্রিকেট কোচিং সেন্টার চাঁদপুর ও পূর্ব শ্রীরামদী ক্লাব। একই দিন জুমার নামাজ শেষে ম্যাচ চতুর্থ ম্যাচে অংশগ্রহণ করবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমি।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুদিন বিরতি শেষে শুরু হবে দ্বিতীয় রাউন্ডে ওঠা দলগুলোকে নিয়ে সেমিফাইনাল খেলা। ইতোমধ্যে ক্লাব কর্মকর্তারা তাদের দলের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে।
খেলোয়াড়রা হচ্ছেন : ভাই ভাই স্পোর্টিং ক্লাব- এইচএম মেহেদি, ফজলে রাব্বী, তোফায়েল, রাফি, সাকিব আল হাসান, সাইফুদ্দিন, মহসিন, শাওন, সুমন, খালেক, রায়হান, ফাহিম শাহরিন কৌশিক ও কাউসার।
শেখ রাসেল ক্রীড়া চক্র- সাদ্দাম, রাফসান জানি, জিসান, রনি, ইউনুস, ফজলু, রিয়াদ, মাসুদ, সুজন, নাঈম ও সিহাব।
পূর্ব শ্রীরামদী ক্লাব- ইমন, সালাউদ্দিন, সাখাওয়াত, আলাউদ্দিন, আর সরকার, রাব্বি, তনয়, শিপন, আরিফ, জিতু, রুবেল, নজরুল ও সজীব।
আবাহনী ক্রীড়া চক্র-আলাউদ্দিন, মোরসালিন, আরিফ, নকিব, সিয়াম, শাহাদাত, আকরাম, সৌরভ, শিপন, রাকিব, মাইনুল ও সিফাত।
ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমী-জাহিদ, মারুফ, শাকিল, রাজন, বাপ্পি, কামরুল, নাসির, তরুণ, আয়মন, রবিউল, সানি, মকবুল, রাব্বি, ইমন ও পারভেজ।
ক্রিকেট কোচিং সেন্টার চাঁদপুর-পলাশ কুমার সোম, আলআমিন, রাসেল, শাহেদ, এমটি, অনুরাগ, ফাহাদ, আশিক, মাহিদ, তারেক, মিঠু, রাকিবুল, শাওন মাহফুজ ও আজহারুল।
প্রফেসর পাড়া ক্রীড়াচক্র-সাইফুল, রিয়াদ, শিপন, মোরশেদ, জসিম, ইমন, রাকিবুল, সোহাগ, সোহাগ-২, মামুন, মহসিন, ফাহিম ও শাখওয়াত।
নিতাইগঞ্জ ক্রীড়াচক্র-মোদাচ্ছের, ওসমান, আলী, সালমান, নাজমুল, মুন্না, আয়ান, খায়ের, মেহেদী, মাহফুজ, হাসান, সজীব ও রাতুল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেবের সাথে আলাপকালে তারা জানান, ইনশাল্লাহ আমরা আশা করি নির্দিষ্ট তারিখেই খেলা শুরু করবো। আমাদের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। আর এই খেলা শেষ হওয়ার পরই আশা করছি জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্রিকেট দলগুলোকে নিয়ে প্রিমিয়ার ক্রিকেট লীগ খেলার। জাতির জনকের নামে আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টটি যেনো সুন্দরভাবে শেষ করতে পারি এ জন্যে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।
টুর্নামেন্টে অংশ নেয়া ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদলের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেকদিন আগেই খেলা শুরু হওয়ার কথা ছিলো। সারা বাংলাদেশেই জাতির পিতার নামে এ টুর্নামেন্টের খেলাগুলো শুরু হয়ে এখন প্রায় শেষ হওয়ার পথে। অথচ চাঁদপুরেই ক্রিকেট খেলাগুলো ঠিকমতো আয়োজন করা হচ্ছে না। আমাদের দাবি, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ক্রীড়াবান্ধব। তাঁর সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চাঁদপুর স্টেডিয়ামে যেনো নিয়মিত ক্রিকেট লীগ, ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন ইভেন্টের খেলাগুলো চালু করা হয় এবং চালু থাকে।
চাঁদপর স্টেডিয়ামে খেলা পরিচালনাকারী আম্পায়ারদের জন্যে ক্রিকেট উপ-কমিটির পক্ষ থেকে ১০ জন আম্পায়ারকে প্যারাসুপের জ্যাকেটও প্রদান করা হবে।