প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৭:৩৫
রেল লাইনে কেনো এতো ময়লা?

রেল লাইনের ওপর এবং আশপাশ পরিচ্ছন্ন থাকলে দেখতে সুন্দর দেখা যায়। কিন্তু সেই রেল লাইনে যদি বিভিন্ন ময়লা, পলিথিন দেখতে পাওয়া যায়, তাহলে পরিবেশ নোংরা হয়ে যায়। এমনই অবস্থা চাঁদপুর কোর্ট স্টেশনের রেল লাইন, প্ল্যাটফর্ম ও এর আশপাশে। এই স্টেশনের পাশে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হকারের অবস্থান। এই স্থানটি বেশিরভাগ সময়ই ময়লা আবর্জনা, পলিথিনে ভরা থাকে। সচেতন মানুষজন আক্ষেপ করে বলেন, এই স্থানটি দিয়ে হাঁটলে আমাদের অস্বস্তি লাগে। এই স্থানের পরিবেশ সুন্দর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা উচিত। নিত্য এই সমস্যা থেকে রেহাই চান সচেতন জনগণ। সকলের সচেতন হওয়া উচিত পরিবেশটি সুন্দর রাখার জন্যে। এজন্যে রেল কর্তৃপক্ষের সর্বাগ্রে দৃষ্টি দেয়া জরুরি। কেননা রেল কর্তৃপক্ষের পর্যাপ্ত সুইপার রয়েছে। একসময় তাদেরকে রেল লাইন ও কোর্ট স্টেশন পরিচ্ছন্ন করার কাজ করতে দেখা যেতো। বর্তমানে সেটা দেখা যায় না বললেই চলে। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।