প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮
হাজীগঞ্জে মাদকের দেড় ডজন মামলার আসামি জাকির গ্রেফতার
দেড় ডজনের অধিক মাদক মালমার আসামি জাকির হোসেন (৪৫)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। পেশাদার এই মাদক ব্যবসায়ী আটক হয়, জামিন পায়, ফের মাদক ব্যবসায় ফিরে যায়। রোববার (২৯ ডিসেম্বর ২০২৪ ) তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এর আগে শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাতে সে আটক হয়। জানা গেছে, বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মুন্সী বাড়ির মৃত লাল মিয়ার ছেলে জাকির হোসেন। সে এলাকায় 'বাবা জাকির' নামে পরিচিত। তার নামে হাজীগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন থানায় দেড় ডজন মাদকের মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিন বছরের সাজাসহ অর্থদণ্ড হয়েছে। এ সকল মামলার মধ্যে জাকির হোসেনের নামে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে পালিয়ে থাকার কারণে ধরা-ছোঁয়ার বাইরে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) মোহাম্মদ আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে এবং থাকবে। জাকিরের মতো অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।