বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮

হাজীগঞ্জে মাদকের দেড় ডজন মামলার আসামি জাকির গ্রেফতার

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে মাদকের দেড় ডজন মামলার আসামি জাকির গ্রেফতার
প্রায় দেড় ডজন মাদক মামলার আসামী জাকিরকে হাজীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

দেড় ডজনের অধিক মাদক মালমার আসামি জাকির হোসেন (৪৫)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। পেশাদার এই মাদক ব্যবসায়ী আটক হয়, জামিন পায়, ফের মাদক ব্যবসায় ফিরে যায়। রোববার (২৯ ডিসেম্বর ২০২৪ ) তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এর আগে শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাতে সে আটক হয়। জানা গেছে, বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মুন্সী বাড়ির মৃত লাল মিয়ার ছেলে জাকির হোসেন। সে এলাকায় 'বাবা জাকির' নামে পরিচিত। তার নামে হাজীগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন থানায় দেড় ডজন মাদকের মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিন বছরের সাজাসহ অর্থদণ্ড হয়েছে। এ সকল মামলার মধ্যে জাকির হোসেনের নামে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে পালিয়ে থাকার কারণে ধরা-ছোঁয়ার বাইরে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) মোহাম্মদ আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে এবং থাকবে। জাকিরের মতো অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়