বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক

মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াত করা হয়। দিবসটি পালনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, পুরস্কার বিতরণ ও দোয়া।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহআলম মিজির সভাপতিত্বে সহকারী সিনিয়র শিক্ষক মোঃ সুমন খান ও গোপাল কৃষ্ণের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আনিছুজ্জামান শিশির। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য শামীম চৌধুরী, মোঃ সেলিম প্রধানীয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুকবুল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রবিউল আউয়াল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহ নেওয়াজ মুন্সী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহাগ আহাম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাটওয়ারী বিপ্লব।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, সকল ছাত্র-ছাত্রী। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়