প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০
তুমি বাংলার রাখাল রাজা শেখ মুজিবর,
তুমি সারা বিশ্বের বিস্ময় আমার অহংকার!
৬৬'র ৬দফা আন্দোলন মুক্তির সনদ বাঙালির
তোমার বজ্রকণ্ঠ শুনেই ভেতো বাঙালি হলো বীর।
তুমিই প্রেরণা বাঙালি জাতির ও বাংলার,
স্বাধীনতার স্থপতি, হে সুনিপুণ রূপকার।
তুমি বাংলার গৌরব, ইতিহাস, ঐতিহ্য,
তুমি হিমালয়সম বাঙালির শৌর্যবীর্য।
তুমি ছিলে বাংলার ধ্রুবতারা
আজ আমরা এতিম সর্বহারা।
তুমিই বাঙালির জাতির পিতা,
তুমি শিশুবান্ধব, বিশ্ববাসীর মিতা।
তোমার জন্মে, জন্মেছে এ সোনার বাংলাদেশ,
প্রণতি জানাই হে পিতা, হে পিতা শ্রদ্ধা অনিঃশেষ!