সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০

আলগী দুর্গাপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি
স্টাফ রিপোর্টার ॥

সারাদেশের ন্যায় হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী উপস্থিত থেকে এই কার্যক্রম শুরু করেন। পণ্য বিক্রয়কালীন সময়ে উপস্থিত ছিলেন ডিলার জয়গোবিন্দ ভান্ডারের স্বত্বাধিকারী অনন্ত চক্রবর্তী, মুক্কু বেপারী, মিন্টু মজুমদার, ভাষান খলিফা, বিল্লাল মিজি, বাবু খলিফা, অনয় চক্রবর্তীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। টিসিবির পণ্য বিক্রয় প্যাকেজে পূর্বে চিনি থাকলেও বর্তমানে তা সরবরাহ না থাকায় প্যাকেজের সাথে জুলাই মাস থেকে নতুন করে ৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। এই মাস থেকে প্রতিজন উপকার ভোগী ৪৭০ টাকার বিনিময়ে এই প্যাকেজ পাচ্ছেন। যার মধ্যে রয়েছে ৫ কেজি চাল ১৫০ টাকা, ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা ও ২ কেজি মসুরির ডাল ১২০ টাকা। যা বাজার মূল্যের থেকে অনেকটাই কম। বর্তমান সময়ে বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার ১৭৯ টাকা, মসুরির ডাল কেজি (মোটা) ৮০/৮৫ টাকা আর চাল (মোটা) ৫০ টাকা দরে। বাজার মূল্য থেকে কম দামে টিসিবির পণ্য বিক্রি হওয়ায় উপকারভোগীরা বিতরণ কার্যক্রম শুরু হওয়ার অনেক আগ থেকেই তা সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। আর দীর্ঘক্ষণ অপেক্ষার পর পণ্য হাতে পেয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পণ্য হাতে পাওয়া উপকারভোগীরা সরকারের এই সহযোগিতাকে সাধুবাদ জানান এবং পূর্বের মত যাতে চিনি সরবরাহ করা হয় তার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়