সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০

শ্রীপুরে জমজমাট হা-ডু-ডু খেলা
মোঃ সিয়াম হোসেন ॥

হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামে বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু জমজমাটভাবে সম্পন্ন হয়েছে।

ঈদুল আজহা শেষে ছুটির দ্বিতীয় দিন ১ জুলাই ২০২৩ শনিবার বিকেল ৩টায় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত হা-ডু-ডু খেলাটি অনুষ্ঠিত হয় দক্ষিণ শ্রীপুর ৫নং ওয়ার্ড এবং উত্তর শ্রীপুর ৩নং ওয়ার্ড দলের মধ্যে। খেলাটি ২৯-২৯ পয়েন্টে ড্র হয়।

খেলা উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (মিলন), সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী এবং এমএ আবু নাফের শাহ, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম খান রনি। আরো উপস্থিত ছিলেন অহিদুজ্জামান পাটোয়ারী, জুলহাস মিয়া, সোহেল পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, ইয়াসিন শেখ মেম্বার, হাবিবুর রহমান মেম্বার প্রমুখ। হাজীগঞ্জ থানা প্রশাসন, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোক উপস্থিত থেকে এই খেলা উপভোগ করেন।

হা-ডু-ডু খেলার আয়োজন করেন ফজলুর রহমান, দক্ষিণ শ্রীপুর এবং কামরুজ্জামান সুমন, উত্তর শ্রীপুর। সার্বিক সহযোগিতায় ছিলেন মোস্তফা মজুমদার ও মোবারক হাজী। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়