সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০

সংবাদসূত্রটি শিখেছিলাম চাঁদপুর কণ্ঠ থেকে
আবু বকর মানিক

চাঁদপুর জেলার প্রথম এবং বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর কণ্ঠ শুধু একটি সংবাদপত্র নয়, শিক্ষা প্রতিষ্ঠান বটে। আমি চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি থাকাবস্থায় এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছু শিখেছি। শিখেছিলাম কঠোর ডিসিপ্লিন, কঠোর পরিশ্রম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা। যা পরবর্তীতে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং চাকুরিজীবনে কাজে লেগেছে। সাংবাদিকতা বা নিউজ লিখার সূত্র, শুদ্ধ বানান, প্রমিত বাংলা উচ্চারণও শিখেছি চাঁদপুর কণ্ঠ থেকে। আকর্ষণীয় এবং বস্তুনিষ্ঠ হেডলাইন, নিউজের গুরুত্ব অনুযায়ী কোন্টা সিঙ্গেল কলাম, কোন্টা ডাবল কলামের নিউজ হবে তা ছিলো শিক্ষণীয়।

নিউজ লিখার সূত্র ফাইভ ডব্লিউ ওয়ান এইচ (5W1H) শিখেছিলাম চমৎকার ভাবে। যেমন : 5W হচ্ছে,

১. What = কী

২. Where = কোথায়

৩. When =কখন

৪. Who/Whom =কে বা কাহারা

৫. Why = কেন

এবং 1H হচ্ছে

How = কীভাবে।

একটি বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে এই 5W1H সূত্রটি প্রযোজ্য। এই সূত্রটি আমি শুধু সাংবাদিকতায় সীমাবদ্ধ রাখিনি। সূত্রটি ব্যবহার করেছি শিক্ষকতায়, বর্তমান চাকুরির দাপ্তরিক পত্র লিখার ক্ষেত্রে। শিক্ষার্থীদের ইংরেজি Passage পড়াতে গিয়ে 5W1H সূত্রটি কাজে লেগেছে। এছাড়া দাপ্তরিক কাজে পত্র লিখতে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রশিক্ষণে শিখানো 5W1H সূত্র, শুদ্ধ বানান রীতি এখনো প্রয়োগ করে থাকি।

বস্তুত আমি চাঁদপুর কণ্ঠ থেকে অনেক কিছু শিখেছি। তাই বলছি, দৈনিক চাঁদপুর কণ্ঠ শুধু সংবাদপত্র নয়, চাঁদপুর কণ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় আছে এবং চিরকাল থাকবে। দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতি রইলো শুভ কামনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়