প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০
আশরাফ চঞ্চল
দিন দিন কেন জানি যান্ত্রিক হয়ে যাচ্ছি
অনুভূতিতে আলোড়ন নেই
রক্তের তেজ নেই
নিজ ভূমে পরাধীন হয়ে বেঁচে আছি
দিন দিন কেন জানি অন্ধ হয়ে যাচ্ছি
দ্রব্যমূল্যে চোখে ভাসে সরষে ফুল
মানুয কই?
সামনে কেবল ঘুরে বেড়ায় পিশাচের ছায়া মূর্তি
দিন দিন কেন জানি বোবা ও বধির হয়ে যাচ্ছি
জীবনের নিরাপত্তা নেই ভেতরে ভয় আর ভয়
প্রকাশ্যে লুটতরাজ চলছে
আমি শুধু চেয়ে চেয়ে দেখছি
দিন দিন নিজেই নিজের কাছে অচেনা হয়ে যাচ্ছি