প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০
কোনো এক রাতের শেষে স্বপ্নের সোনার দেশে
করছি যখন গল্প মোরা টুঙ্গিপাড়ার রকে,
হঠাৎ দেখি বঙ্গবন্ধু বলছে আমায় ডেকে :
কেমন আছিস্, কোথায় থাকিস্
দেখি না কেন তোকে?
বললাম, আমি যাব কোথায় আর
আশেপাশেই আছি আপনার
একবার যে পেয়েছে আপনার
কোমল স্নেহের সুধা
তার কাছে তো আপনি ছাড়া
জগৎটাই বৃথা।
আপনি থাকেন ব্যস্ত সদা
আমাকে দেখার সময় কোথা?
হাতটি রেখে আমার মাথায়
সস্নেহে বললেন আমায় :
চোখের আড়াল হলেই বুঝি
মনের আড়াল হয়রে বোকা।
তাঁর কথায় আমার চোখে
বইছে যখন অশ্রুধারা,
তাকিয়ে দেখি মা বলছে :
আর কত ঘুমাস্ খোকা
এতো ডেকেও পাই না সাড়া।