প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০
দৈনিক চাঁদপুর কণ্ঠের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখা, পদক্ষেপ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব (ডিস্ট্রিক্ট-৩২৮, বাংলাদেশ)-এর পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি।
২০০৬-২০০৭ সালে মিজানুর রহমান রানার মাধ্যমে আমি চাঁদপুর কণ্ঠের সাথে পরিচিত হই। আমরা তখন দৈনিক ইলশেপাড় পত্রিকা রাখতাম ডেইলি স্টার আর দৈনিক সংবাদ পত্রিকার সাথে। চাঁদপুর কণ্ঠ হাতে পেয়ে মনে হলো, অন্য পত্রিকাগুলো থেকে এটি বিশেষ তার ঝকঝকে ছাপা, নির্ভুল বানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আর সাইজের দিক থেকে। পরদিনই হকারকে বললাম, ইলশেপাড়ের সাথে যেনো দৈনিক চাঁদপুর কণ্ঠও দেয় আমাদেরকে। এরপর থেকে আজও আমি চাঁদপুর কণ্ঠের একনিষ্ঠ একজন ভক্ত ও পাঠক। পরে আরো জানতে পারি, লোকাল যত পত্রিকা এখানে আছে তার সম্পাদক থেকে শুরু করে কোনো না কোনো একজন সাংবাদিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত ভাইয়ের শিষ্য। তারপর জেনেছি ও দেখেছি অনেক কিছু। অবস্থাটা এখন এমন, দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের সবাই আমার পরিবারের একটা অংশ।
২০১৯ সাল থেকে আমাদের বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত ভাই হওয়াতে আমরা ঋদ্ধ হয়েছি আরো। এখন আমার কোনো লেখা বা আমার সংগঠনের নিউজ শুধুমাত্র চাঁদপুর কণ্ঠে এলেই পুষিয়ে যায়। কারণ চাঁদপুর কণ্ঠ অনলাইন ভার্সনও সমান জনপ্রিয় দেশবিদেশের মানুষের কাছে এবং চাঁদপুর কণ্ঠ-পাঞ্জেরী বিতর্ক প্রতিযোগিতার কারণে চাঁদপুরের প্রতিটি উপজেলার সাধারণ মানুষের কাছেও চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রিন্ট কপি দেখা যায় প্রতিদিন।
এই ডিজিটাল যুগের আধুনিক মানুষ হয়েও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রিন্ট কপি প্রতিদিন একবার হাতে নিয়ে এর ঘ্রাণ শুঁকতে এবং কমপক্ষে হেডলাইনগুলো পড়তে আমি ভালেবাসি। অবসর সময়ে চাঁদপুর কণ্ঠ পড়া যেনো দায়িত্বের মধ্যেই পড়ে।
নিরবচ্ছিন্ন হোক দৈনিক চাঁদপুর কণ্ঠের পথচলা--৩০ বছরে পদার্পণের প্রাক্কালে এটাই আমার নিরন্তর কামনা।
লেখক : নারী নেত্রী; সভাপতি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও পদক্ষেপ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা, সাবেক সভাপতি, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব।