প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ড উপ-নির্বাচন। নির্বাচন উপলক্ষে গতকাল ৮ অক্টোবর শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রয়াত কমিশনার নজরুল ইসলামের শ্যালক মোঃ সোহেল আহমেদ তাজ। এ সময় উপস্থি’ত ছিলেন পাক্ষিক কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিঠু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল মুন্সি, বঙ্গবন্ধু কলেজ শাখার ছাত্রলীগ নেতা তাপস সাহা প্রমুখ। এ উপলক্ষে শুক্রবার সকালে স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রয়াত কাউন্সিলর নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা সোহেল তাজ ঢাকা দক্ষিণ ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ঢাকায় অবস্থিত সোহেল তাজ ক্যামিকেল লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং অনলাইন নিউজ পোর্টাল আন্দোলন একাত্তর-এর প্রকাশক ও সম্পাদক।