শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ মে ২০২৪, ০০:০০

চাঁদপুর পৌর বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর পৌর বিএনপির দোয়া মাহফিল

চাঁদপুরে বিএনপির অসুস্থ নেতা ও তাদের স্বজনদের আরোগ্য কামনায় গত রোববার বাদ আসর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌর বিএনপির আয়োজনে চাঁদপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান ও তার স্ত্রী উম্মে সালমা, চাঁদপুর জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী মাঈনুল হক জীবন, চাঁদপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছোটন বেপারী, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ ঢালীর মমতাময়ী মা, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা খোকা প্রধানিয়া, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুদ্দিন খানের সুস্থতা কামনায় এবং ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাওসার আহমেদের পিতা আমির হোসেন মাঝি (আমির হামজা), ৬নং ওয়ার্ড বিএনপি'র সদস্য খালেদুর রহমান মিলনের মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদের সঞ্চালনায় দোয়ানুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি জসিমউদ্দীন খান বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি সরোয়ার গাজী, শাহজাহান কবির খোকা, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়